মাশফিকুর রহমানঃ-দেশের উত্তর-পূর্বাঞ্চলের দুই বিভাগ, সিলেট ও ময়মনসিংহে আকষ্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
গত বৃহস্পতিবার (১৫ মে) জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, ‘ বিভাগের কয়েকটি জেলার ওপর দিয়ে প্রবাহিত নদনদীর পানি হঠাৎ বেড়ে যেতে পারে, ফলে সৃষ্টি হতে পারে আকস্মিক বন্যা।’
এ প্রেক্ষিতে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার সংশ্লিষ্ট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। তাদেরকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছে অধিদপ্তর।
সতর্কবার্তায় বলা হয়, ‘যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সক্রিয় থাকতে হবে এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রস্তুত রাখতে হবে।’
এ সতর্কবার্তায় স্বাক্ষর করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্মসচিব ও পরিচালক (ত্রাণ) মো. আব্দুর রশিদ।
উল্লেখ্য, বন্যার আশঙ্কা থাকায়, প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের মাধ্যমে সঠিক তথ্য জানাতে বলা হয়েছে।
Leave a Reply