গতকাল বুধবার বাদ মাগরিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে হেফাজতে ইসলামের আমিরের নির্দেশে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দীন মুনিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভিসির সাথে সাক্ষাৎ করে ঘন্টা ব্যাপী মতবিনিময় করেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রস্তাবলী
১/ এই ঘটনায় আহত ছাত্র এবং এলাকার বাসিন্দাদের আহত হওয়ায় ব্যাপক উদ্বেগ প্রকাশ
২/ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষিদের শাস্তি।
৩/আহতদের সম্পুর্ন বিনা খরচে চিকিৎসা প্রদান।
৪/ সাধারণ মানুষ কে যেন হয়রানি করা না হয় তার দিকে প্রশাসন খেয়াল রাখা।
৫/হাটহাজারী থানা প্রশাসনের ব্যার্থতা আছে এটা খতিয়ে দেখে এগুলোর বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীনতার কারনে ব্যাবস্থা গ্রহন।
৬/ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা যোরদার করা
৭,/এলাকার মানুষের সাথে সৌহার্দ পুর্ণ পরিবেশ প্রতিষ্টায় একটি সম্প্রিতি সমাবেশ ডাকা।
৮/যারা বাহিরে ভাড়া বাসায় থাকে তাদের কে বিশ্ববিদ্যালয়ের নজরদারিতে আনা।
৯। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বুঝানো যে আপনার সামাজিক পরিবেশে থাকেন, তারা যেন সমাজের অশান্তি সৃষ্টি করে, অশালীন পরিবেশ তৈরি করে এমনবকাজ থেকে বিরত থাকা।
১০/ এলাকায় এখনো প্রকাশ্য ঘুরতে থাকা ফ্যাদিবাদের দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।
ভিসি মহোদয় আমাদের প্রস্তাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলে অবহিত করে এগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, সমাজ কল্যাণ সম্পাদক জনাব আহসানুল্লাহ মাষ্টার, কেন্দ্রীয় সদস্য মাওলানা আলী আকবর, উপজেলা নেতা জনাব আলহাজ্ব ফোরকান শিকদার প্রমুখ।
Leave a Reply