মু.আজিজ ফটিকছড়ি: আ.ফ.ম সাইফুল্লাহ খান, ২৯তম বিসিএস শিক্ষা ক্যাডার, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভূজপুরের পাইন্দং ইউনিয়নে অবস্থিত ডলু কৈয়াছড়া চা বাগান ভিজিট করেন। এ সময় উপস্থিত ছিলেন—মো: মনোয়ার হোসেন, অডিটর, শিক্ষা মন্ত্রণালয় হোসেন শহীদ অহিদুল আলম, অধ্যক্ষ, ইছাপুর বাদশা মিয়া চৌধুরী কলেজ, তারা ২ সেপ্টেম্বর ফটিকছড়িতে এসে ১১ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। এ সময়ে মোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে।
ভূজপুর হয়ে আগত এই পরিদর্শক দল প্রথমবারের মতো কোনো চা ফ্যাক্টরিতে চা পাতা প্রক্রিয়াজাতকরণ সরাসরি প্রত্যক্ষ করেন। বাগান ও ফ্যাক্টরি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং প্রশংসা করেন।
চা বাগানের সৌন্দর্য, শ্রমিকদের আন্তরিকতা এবং চা পাতার মান নিয়ে তারা বিশেষভাবে ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে, ডলু কৈয়াছড়া চা বাগান শুধু ফটিকছড়িই নয়, বরং সারাদেশে ভূজপুরের সুনাম বৃদ্ধি করছে।
এ ছাড়া বাগানের ২য় ম্যানেজার আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার ব্যবস্থাপনা দক্ষতারও প্রশংসা করেন।
Leave a Reply