সজীম শাইন, দুর্গাপুর,নেত্রকোণা: দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম ও কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।..
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কালচারাল একাডেমি হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল। একাডেমি নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ। অন্যদের মাঝে বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, কবি জন ক্রসওয়েল খকসী, কবি সজীম শাইন, কবি শফিউল আলম স্বপন।
আলোচনায় অতিথিরা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র। তাদের অবদান কেবল সাহিত্য ও শিল্পকে সমৃদ্ধ করেনি, বরং আমাদের জাতীয় চেতনা ও চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের এ দুই কবির সাহিত্য ও শিল্পকর্ম গভীরভাবে চর্চা করতে অনুপ্রাণিত করেন বক্তারা ৷
আলোচনা শেষে সন্ধ্যায় কালচারাল একাডেমির
শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বিখ্যাত সব গান এবং গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।
Leave a Reply