কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পুলিশের পৃথক দুটি অভিযানে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত থেকে শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
কালীগঞ্জ থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৭টা ২০ মিনিটে উপজেলার তুমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাহেদ মোল্লা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ কামরুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং-১৩, তারিখ-০৬/০৯/২০২৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারা)। মামলার তদন্ত করছেন এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম শেখ।
অন্যদিকে, শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটে কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মুনসেফপুর এলাকায় জনৈক আওলাদ হোসেনের ভাড়াটিয়া আব্দুল লতিফ (৬৭) এর বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসআই (নিঃ) মোঃ আসলাম খান পিপিএম বাদী হয়ে এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং-১৪, তারিখ-০৬/০৯/২০২৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারা)। মামলার তদন্ত করছেন এসআই (নিঃ) রাখাল চন্দ্র দেবনাথ।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “মাদকের ব্যাপারে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছি। এই অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, সে যত বড় প্রভাবশালীই হোক না কেন। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে চলবে।”
Leave a Reply