মু. আজিজ: ফটিকছড়ি, ৬ সেপ্টেম্বর শনিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাতমারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব করলিয়া এলাকার জাহাঙ্গীরের একমাত্র ছেলে, রাজমিস্ত্রি মু. নাছির (২৮) বিদ্যুৎস্পর্শে মারা গেছেন।
শনিবার সকালে প্রতিদিনের মতো তিনি কন্ট্রাক্টর আব্দুল হালিমের সাথে কাজের উদ্দেশ্যে বের হন। ওইদিন তারা একই ওয়ার্ডের হাসনাবাদ মুন্সি পাড়া বাজারের পাশে দ্বীন মোহাম্মদ শফির বাড়িতে দুই তলার কাজ করছিলেন।
কন্ট্রাক্টর আব্দুল হালিম জানান, সারা দিন একাই কাজ করছিলেন নাছির, তার সাথে কোনো হেল্পার ছিল না। বিকেল প্রায় ৫টার দিকে কাজ শেষে ছুটি নেওয়ার সময় অন্য বিল্ডিংয়ে থাকা সহকর্মী মু. মানিক তাকে ডাকতে গিয়ে দেখতে পান, নাছির দুই তলার সেন্টারিং করা ফ্লোরে পড়ে আছে।
তার ডাক-চিৎকারে স্থানীয় মু. দেলোয়ার হোসেন, ইলিয়াসসহ বাড়ির লোকজন দ্রুত ছুটে এসে নাছিরকে উদ্ধার করে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ও স্থানীয়রা জানান, নাছির বিদ্যুৎস্পর্শে মারা গেছেন এবং তার শরীরে স্পষ্টভাবে বিদ্যুতের ক্ষত চিহ্ন রয়েছে।
নিহত নাছির ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply