কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে রোগীদের আধুনিক ও উন্নতমানের রোগ নির্ণয় সেবা প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করলো ‘হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার’। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার প্রাণকেন্দ্র শহীদ ময়েজ উদ্দিন সড়কে এক দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এলাকার মানুষের দোরগোড়ায় সুলভ মূল্যে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন স্থানীয় একটি মসজিদের ইমাম। এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, খাইরুল আহসান মিন্টু, সাবেক মেয়র লুৎফুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনির উদ্দিন মিঠু, আলাউদ্দিন ফরাজী, সালাউদ্দিন আহমেদ, শহীদুল্লাহ মাস্টার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, পৌর যুবদলের আহ্বায়ক ইমরুল কায়েস (কয়েস), সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, জাকির হোসেন, শওকত আকবরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শুভানুধ্যায়ী এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রতিষ্ঠানের যৌথ স্বত্বাধিকারী মো. আশরাফুল ইসলাম ও কবির হোসেন তাদের বক্তব্যে বলেন, “কালীগঞ্জের সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে উন্নতমানের রোগ নির্ণয় সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। দীর্ঘদিন ধরেই আধুনিক কিছু সমাধান নিয়ে কালীগঞ্জের মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রচেষ্টা ছিল। হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সর্বনিম্ন মূল্যে সর্বোচ্চ মানের সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।”
তিনি আরও বলেন, “আমাদের এই ভিন্নধর্মী প্রতিষ্ঠানে প্রায় সকল ধরনের রোগ নির্ণয়ের ব্যবস্থা থাকবে। অনেক সময় সঠিক রোগ নির্ণয়ের জন্য কালীগঞ্জের মানুষকে ঢাকা বা অন্য কোনো বড় শহরে যেতে হয়, যা সময় ও অর্থ সাপেক্ষ। আমরা আমাদের উন্নত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে সেই ভোগান্তি কমাতে চাই।”⅙$$‡প্রক্ষপ
উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে কালীগঞ্জে এ ধরনের একটি আধুনিক ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের উদ্যোগকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন যে, হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারটি গুণগত মান বজায় রেখে এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করে তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রতিষ্ঠানটির প্রতি এলাকাবাসীর আগ্রহ ও সমর্থনের প্রমাণ দেয়।
Leave a Reply