কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রামনগর গ্রামে ঘরের মধ্যে মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ছেলে ও পুত্রবধূকে আটক করেছে পুলিশ।
রোববার (৩১ আগস্ট) কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন সিটি কপোরেশনের ২১নং ওয়ার্ডের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
সন্ধ্যা সাড়ে ৬টায় নিহতদের মৃতদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রামনগর গ্রামে মৃত আবু তাহের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও মেয়ে শিল্পী আক্তার (৪০)। আটককৃতরা হলো নিহত লুৎফা বেগমের ছেলে শাহিন আলম ও তার স্ত্রী লাকি আক্তার।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত লুৎফা বেগম ও তার মেয়ে শিল্পী আক্তার অভিযুক্ত শাহিনের সঙ্গে একই ঘরে থাকত। মা-ছেলের মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহের জেরে মতবিরোধ চলছিল। শাহিন তার মা ও বোনকে প্রকাশ্যে একাধিকবার মারধর করেছেন। তারা বিষয়টি স্থানীয়দের জানালেও শাহিনের স্ত্রী লাকীর আচরণে কেউ এগিয়ে আসেনি।
নিহতের বড় মেয়ে শিউলী আক্তার বলেন, আমার বাবা নেই। মা-বোন ভাইয়ের সঙ্গে থাকেন। দীর্ঘ দিন ধরে আমার ভাই শাহিন ও তার স্ত্রী লাকী তাদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছে। শনিবারও আমার মা-বোনকে শাহিন ও তার স্ত্রী মারধর করেছে। সম্পত্তির লোভে আজ তারা স্বামী-স্ত্রী মিলে ঘরের মধ্যে দুইজনকে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমি এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের ছেলে ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত যানা যাবে।
Leave a Reply