স্টাফ রিপোর্টার/আ: রহিম গাজী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সমুদ্র উপকূল থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় জেলেরা সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে চরমোন্তাজ নৌ পুলিশ ফাঁড়ির একটি দল দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া মরদেহটি একজন পুরুষের এবং তার বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি কয়েক ধরে পানিতে থাকায় কিছুটা বিকৃত হয়ে গেছে, তবে শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
চরমোন্তাজ নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আসলাম জানান, “স্থানীয় জেলেরা প্রথমে মরদেহটি দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করেন। আমরা সংবাদ পাওয়ার পর সোনারচর সংলগ্ন সাগর মোহনায় গিয়ে মরদেহটি উদ্ধার করি। মরদেহটি ৩০-৪০ বছর বয়সী একজন পুরুষের বলে ধারণা করছি। মরদেহটি উদ্ধার করে আমরা ফাঁড়ির উদ্দেশ্য যাচ্ছি, এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
Leave a Reply