মু. আজিজ ফটিকছড়ি: মসজিদ কমিটির তথ্য মতে, শনিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার পর চোরের দল স্টিলের গ্রিল কেটে মসজিদের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা পাঁচটি সৌর বিদ্যুৎ ব্যাটারি, নগদ ৬০ হাজার টাকা এবং মসজিদে ব্যবহৃত আরও কিছু বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর মসজিদ কমিটি বাদী হয়ে ভূজপুর থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে—সব মিলিয়ে প্রায় তিন লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।
এ বিষয়ে ভূজপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, আমরা বিষয়টি তদন্ত করছি। চোরকে ধরতে পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের বাদী হিসেবে মসজিদ কমিটির পক্ষ থেকে রুহুল আমিন ও মাওলানা হাসানের নাম উল্লেখ করা হয়েছে।
এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। দুদিন আগে ভূজপুর থানার আজিমপুর চৌধুরীবাড়ী জামে মসজিদ থেকেও সৌর ব্যাটারি চুরি হয়। এছাড়া পূর্বেও এ এলাকায় একাধিক মসজিদ ও আশেপাশের ঘরবাড়ি থেকে চাঁপাকল ও টিউবওয়েলের সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে।
ক্রমাগত এসব চুরির ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ জনসাধারণের দাবি—এ ধরনের অপরাধ প্রতিরোধে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে হবে। অনেকেই বলছেন, “আরব দেশের মতো চোরকে ধরতে পারলে হাত কেটে দেওয়ার শাস্তি কার্যকর হলে হয়তো চুরি কমে আসবে।
এদিকে অভিযোগ দায়েরের পরপরই ভূজপুর থানার এসআই নুরুল ইসলাম সরজমিনে মসজিদটি তদন্ত করতে যান এবং স্থানীয়দের আশ্বস্ত করেন যে চোরকে ধরতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
Leave a Reply