মোঃ শফিকুল ইসলাম/স্টাফ রিপোর্টার : বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই বর্বরোচিত ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। বর্তমানে নির্যাতিতা নারী লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩১আগস্ট রাতে রূপসীপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শামুক ঝিরি দরদরী পাড়ায় এই পৈশাচিক ঘটনাটি ঘটে। অভিযুক্তরা জোরপূর্বক ওই গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে গণধর্ষণ করে। ঘটনার পরপরই গৃহবধূ কোনোভাবে প্রতিবেশীদের বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে লামা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এরপর অভিযান চালিয়ে পুলিশ ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন: মো. ফয়সাল (২১) ও মো. রাব্বি (২১)। দুজনই রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার বাসিন্দা এবং পেশায় কৃষক। পুলিশের ভাষ্যমতে, তারা দুজনেই বিবাহিত এবং প্রত্যেকের পরিবারে স্ত্রী ও সন্তান রয়েছে।
এই পাশবিক ঘটনা প্রসঙ্গে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, “ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা দ্রুত ব্যবস্থা নিই এবং দুই অভিযুক্তকে আটক করতে সক্ষম হই। নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।”
তিনি আরও বলেন, “এই ঘটনায় ধর্ষণের শিকার ওই নারীর পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে। আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছি, যাতে অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়।”এই ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। সাধারণ মানুষ অপরাধীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে, জনমনে এই প্রশ্নও উঠেছে যে, অন্তঃসত্ত্বা একজন নারীকে এমন নির্মমতার শিকার হতে হলো কেন।
Leave a Reply