1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ রণক্ষেত্র: এনসিপি’র সমাবেশ ঘিরে সহিংসতায় নিহত ৪, আহত শতাধিক চৌদ্দগ্রামে ডায়াগনস্টিক সেন্টার সিল গালা ও উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টে অর্থদণ্ড গোপালগঞ্জে হামলাকারীদের কোনভাবেই ছাড় দেয়া হবেনা গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ নিয়ে ধূম্রজাল, অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ র‌্যাবের অভিযানে ডিমলার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার জলবায়ু অভিবাসিদের সাথে তাদের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধান বিষয়ক একটি কমিউনিটি গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষ: পুলিশের গাড়িতে আগুন, ইউএনওর গাড়ি বহরেও হামলা তাকিয়ে ছিলাম অবৈধভাবে ক্ষমতা দখল করে উল্লাপাড়ায় কলেজ অধ্যক্ষের উপর হামলা ও লাঞ্ছিত করার অভিযোগ বাকেরগঞ্জে দিনদুপুরে ঘরের ভেতর প্রবেশ করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রামজুড়ে উত্তেজনা

ডুমুরিয়ায় বিধবা নারী তপু বিশ্বাস সবজি চাষে স্বাবলম্বী

  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫৮ বার

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

খুলনার‌ জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের বামুন্দিয়া গ্রামের মৃত্যু উমাপদ বিশ্বাসের স্ত্রী একজন সফল সবজি চাষী বিধবা নারী তপু বিশ্বাস । বামুন্দিয়া গ্রামের পিচ ঢালা রাস্তার পাশে স্বামীর রেখে যাওয়া ৪০ শতক জমিতে সবজি চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। স্বামী মারা যাওয়ার পর তিনি সংসারে বড় ধরনের ভূমিকা রাখছেন।
তপু বিশ্বাস বলেন, এক সময় সংসারের কাজকর্ম শেষ করার পর অলস বসে সময় কাটাতাম। বাড়ীর পাশে‌ স্বামীর রেখে যাওয়া এক খন্ড জমিতে পটল চাষ করে বছরের ২ লক্ষ টাকা আয় করেন। বিধবা নারী সকালে ঘুম থেক উঠে পটল খেতে যেয়ে পরাগয়ন করতে হয়। পটল লতানো প্রকৃতির উদ্ভিদ, তাই বাঁশের আনুভূমিক মাচা ও রশি দিয়ে তৈরি উলম্ব মাচায় পটল চাষ লাভজনক হয়ে থাকে। পটল একটি চাহিদাসম্পন্ন ও উচ্চ ফলনশীল সবজি। এখানকার মাটি পটল চাষের জন্য খুবই উপযোগী।
এই সবজি চাষ সম্প্রসারণ করা গেলে, কৃষি অর্থনীতিতে বিরাট পরিবর্তন আসবে বলে মনে করছেন তিনি।
এই নারী কৃষক নিজের পরিবারের প্রয়োজন মিটিয়ে বাজারে সবজি বিক্রি করে ভালো লাভ করেন। তখন আমার মনে একটি জেদ কাজ করলো যে পুরুষরা পারলে আমি পারবো না কেন। তখন আমার বাড়ীর পাশে‌ একজনের পরামর্শ নিয়ে শুরু করি সবজি চাষ।
তিনি আরো বলেন, আমি নিজেই সার, বীজ বপন করি, পানি সেচ দেওয়া থেকে শুরু করে ফসলের রক্ষণাবেক্ষণের সব কাজ নিজেই করি। সবচেয়ে বড় বিষয় হলো আমি নিজের খেতে বিষমুক্ত সবজি উৎপাদন করে নিজের পরিবারকে খাওয়াতে পারছি। কারণ বর্তমানে বাজারের প্রতিটি সবজিতেই দেওয়া থাকে মাত্রারিক্ত সার ও কীটনাশক যা মানুষের জন্য খুবই ক্ষতিকর। আমি নিজেদের প্রয়োজন পূরণ করে স্থানীয় বাজারে এই সবজি বিক্রি করে বছরে প্রায় বছর ২ লক্ষ টাকা আয় করছি। সেই অর্থ দিয়ে নিজের সন্তানদের পড়ালেখার খরচ যোগানসহ অন্যান্য চাহিদা পূরণ করতে পারছি। আজ আমার দেখাদেখি আশেপাশের অনেক নারীরা এই সবজি চাষ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। আমার কাছে পরামর্শ নিতে এলে আমি তাদেরকে সার্বিক সহযোগিতা ও তাদেরকে উদ্বুদ্ধ করি। তবে পৃষ্ঠপোষকতা পেলে আমি আমার এই সবজি চাষের পরিসরটাকে আরো বৃদ্ধি করতে চাই। তিনি কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক পরামর্শ পাচ্ছেন বলে জানিয়েছেন । উপজেলা কৃষি অফিসার মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন নারীর ক্ষমতায়ন ও নারীর কৃষিতে অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বদা কৃষি অফিস কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন মাচা পদ্ধতিতে পটল চাষে বাম্পার ফলন হয়েছে। এই পদ্ধতিতে পটল চাষে খরচ কম, লাভ হয় বেশি। চলতি বছর বেশি দাম পেয়ে কৃষকরা খুশি। যার কারণে এই পদ্ধতিতে পটল চাষে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার কৃষকরা। উপজেলার আলতাপোল এলাকায় মাচা পদ্ধতিতে পটল চাষে ঝুঁকে পড়েছেন চাষিরা। পটল একটি প্রধান গ্রীষ্মকালীন সবজি। উষ্ণ ও আর্দ্র জলবায়ু ও উর্বর মাটি পটল চাষের জন্য উত্তম। পটল দীর্ঘমেয়াদি ফসল এবং দামও ভালো পাওয়ায় কৃষকরা দিন দিন এ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। মাঠের চারিদিকে শুধু সবুজ পটল খেত। মাচার উপরে একটির গায়ের উপর আর একটি পটল যেন পদ্ম ফুলের মতো দাঁড়িয়ে আছে। মাটি থেকে দুই-তিন ফুট উঁচুতে তার ও বাঁশের তৈরি সারি সারি মাচার উপরে নিচে ঝুলছে অসংখ্য পটল। প্রতিদিন সকাল ও বিকালে এসব পটল খেত পরিচর্যায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews