কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কাজী আজিমউদ্দিন কলেজে নতুন গোভর্নিং বডির সভাপতি মনোনীত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত এ কলেজের সভাপতি হিসেবে ওমর ফারুক শাফিনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
একইসঙ্গে কলেজের বিদ্যুৎসহী সদস্য হিসেবে আহমদ সাইমনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই মনোনয়নের বিষয়টি জানানো হয়। মনোনয়নের পর নবনির্বাচিত সভাপতি ও বিদ্যুৎসহী সদস্য কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, গাজীপুরের অন্যতম প্রাচীন ও খ্যাতনামা এই কলেজটি বহু বছর ধরে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
Leave a Reply