কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০১ জুলাই ২০২৫) উপজেলার খৈকড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তনিমা আফ্রাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মেহেদী হাসান (২২) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডিত মেহেদী হাসান খৈকড়া, বক্তারপুর এলাকার বাসিন্দা এবং মজিবুর রহমানের ছেলে।
অভিযানকালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এ.এস.আই হুমায়ুন কবির। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলামিন ভূইয়া।
এ সময় ভ্রাম্যমাণ আদালতে মোট ১টি মামলার নিষ্পত্তি হয় এবং ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। উপজেলা প্রশাসন জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মোঃ ওমর আলী মোল্যা
মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩
কালীগঞ্জ- গাজীপুর।
Leave a Reply