কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে “ধানের শীষ” প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনির উদ্দিন পাঠান মিঠু এর ব্যক্তিগত অফিসে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির মাস্টার।
আলোচনা সভায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য মাঠ পর্যায়ে করণীয়, ভোটারদের সঙ্গে যোগাযোগ ও প্রচার-প্রচারণা জোরদারসহ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হুমায়ুন কবির মাস্টার বলেন, “বিএনপির নেতাকর্মীরা একসাথে মিলে কাজ করলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সংগঠনের শক্তি ও জনগণের সমর্থন আমাদের মূল ভরসা।”
সভায় অন্যান্য নেতারা বলেন, “ভোটারদের কাছে বিএনপির উন্নয়ন, গণতন্ত্র রক্ষার অঙ্গীকার এবং গণমানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার বার্তা পৌঁছে দিতে হবে।”
আলোচনা শেষে আসন্ন নির্বাচনের পূর্ব প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে নির্দিষ্ট দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
Leave a Reply