শেখ মাহতাব হোসেন: সোমবার ১৪জুলাই সকাল ১১টায় কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের ডিআরআর সিসিএ প্রকল্পের মাধ্যমে কারিতাস জার্মানি এবং বিএমজেড এর আর্থিক সহায়তায়, খুলনা সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের কাউন্সিল অফিসে নগর পর্যায়ে জলবায়ু অভিবাসিদের সাথে একটি কমিউনিটি পরামর্শ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় জলবায়ু অভিবাসী জনগোষ্ঠীর সমস্যা সমুহ চিহ্নিত করণ এবং কিভাবে তা সমাধান করা যায় এটাই ছিলো মুল প্রতিপাদ্য বিষয়। অদ্যকার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২ নং ওয়ার্ডের সচিব মো: আব্দুল করিম মোল্লা, এসডিএনসির সভানেত্রী জিন্নাত আরা, কারিতাস খুলনা অঞ্চল থেকে উপস্হিত ছিলেন কারিতাস খুলন অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মসূচী কর্মকর্তা ড, সুমন কুমার মালাকার, ডিআরআরসিসিএ প্রকল্প সমন্বয়কারী পবিত্র কুমার মন্ডল, এডভোকেসি কোঅর্ডিনটর কাকলী হালদার মাঠ কর্মকর্তা শিপলু মন্ডল এবং মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার জনাব মামুন সিরাজুম মনির চৌধুরী প্রমুখ।
Leave a Reply