বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার লার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের গোলদার বাড়ি এলাকায় দিনদুপুরে এক বৃদ্ধকে নিজ ঘরের ভেতরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আব্দুস সাত্তার, তিনি ওই গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আব্দুস সাত্তারের স্ত্রী অসুস্থ অবস্থায় ঘরের এক কোণে শুয়ে ছিলেন। এমন সময় হঠাৎ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাড়িতে প্রবেশ করে। দুর্বৃত্তরা প্রথমেই ঘরের সামনের কক্ষে থাকা আব্দুস সাত্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। বৃদ্ধের চিৎকার শুনেও অসুস্থ স্ত্রী কিছু করতে পারেননি।
পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ নির্মম হত্যাকাণ্ডের খবর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা দেখা দেয়।
খবর পেয়ে বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুম বিল্লাহ এবং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হত্যার কারণ উদঘাটনে প্রাথমিক তদন্ত শুরু করে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, ‘এটি একেবারেই হৃদয়বিদারক ঘটনা। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে একাধিক টিম মাঠে কাজ করছে। এলাকাবাসীর সহযোগিতা নিয়ে খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।’
নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ প্রশাসন সকলকে ধৈর্য ধরতে এবং কোনো ধরনের গুজবে কান না দিতে অনুরোধ জানিয়েছে।
ঘটনার পর পুরো দুধলমৌ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে অনুরোধ করেছেন।
এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
Leave a Reply