কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে শিক্ষাক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে জমজ দুই সহোদর। কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি এলাকার আহমেদ খালিদ সুজা ও আহমেদ ওয়ালিদ রেজা এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে পরিবারের পাশাপাশি পুরো এলাকাকে গৌরবান্বিত করেছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এই অসাধারণ কৃতিত্বের খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।
তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এই দুই মেধাবী ভাই ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিলেন। তাদের মা স্থানীয় একটি বিদ্যালয়ে শিক্ষিকা এবং বাবা কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের অধ্যাপক। শিক্ষানুরাগী পরিবারে বেড়ে ওঠায় পড়ালেখার প্রতি তাদের আগ্রহ বরাবরই ছিল।
নিজেদের সাফল্যের প্রসঙ্গে আহমেদ খালিদ সুজা বলেন,
“ভালো ফলাফলের আশায় নয়, জানার আনন্দেই পড়াশোনা করেছি। তাই কঠিন প্রশ্নও সহজ লেগেছে।”
ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে সুজা জানান,
“আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, দেশ ও দেশের মানুষের সেবা করতে চাই।”
তাদের সাফল্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার রিংকু হিউবার্ট কস্তা সি এ সি বলেন,
“শুরু থেকেই তারা খুবই মনোযোগী ও ডিসিপ্লিনড ছিল। ক্লাসে নিয়মিত উপস্থিতি আর অধ্যবসায় তাদের এই ফলাফলের ভিত্তি তৈরি করেছে। আমরা আগে থেকেই ধারণা করেছিলাম তারা এই ধরনের রেজাল্ট উপহার দিতে পারে। এই প্রাপ্তি তাদের অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক এবং সকল শুভানুধ্যায়ীর যৌথ সাফল্য।”
তাদের পরিবার থেকে জানানো হয়েছে, এই সাফল্যের নেপথ্যে বিদ্যালয়ের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও সুষ্ঠু শিক্ষাদান পদ্ধতিও।
Leave a Reply