1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
তিন আসামির মধ্যে একজনের ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত ১৯ জুলাই বাংলাদেশ জামাতে ইসলামীর মহাসমাবেশ আলোচিত এসি গোলাম রুহানী সাময়িক বরখাস্ত গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট: ভুগছে ৫০ শয্যার হাসপাতাল মিডফোর্ডের ঘটনার প্রতিবাদে ও বিচার দাবীতে সৈয়দপুর ও জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা হচ্ছে কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ময়মসিংহে র‌্যাব-১৪ কর্তৃক অভিযানে মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ০১ বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে শায়খে চরমোনাই প্রার্থী — দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আশাবাদী ভোটাররা চাঁদাবাজদের পক্ষে তদবিরকারীরা গ্রেপ্তার হবেন: হুঁশিয়ারি এডিসির

ডুমুরিয়ায় ধুন্দল চাষে ভালো ফলনে কৃষকের মুখে হাসি

  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩৮ বার

শেখ মাহতাব হোসেন: ডুমুরিয়ায় টিপনা নতুন রাস্তা টু শোভনা সড়ক দিয়া সকালে খান জাহান আলী গাজীর সাথে করে নিয়ে হাঁটতে হাঁটতে গোনালী গ্রামের রাস্তার পাশে একটি ‌ধূন্দল খেতে দেখেন,অপরুপ সুন্দর ফুল ফুটেছে। খান জাহান আলী দেখে তিনি মুগ্ধ হয়ে যায় ।
তিনি বলেন অপরুপ সুন্দর ফুল ওফল হয়েছে। বলতে বলতে খেতের মালিক মোঃ আলম শেখ ধূন্দল তুলতে শুরু করেন।
আগাম বর্ষাকালীন সবজি ধুন্দল চাষ করে লাভবান হচ্ছেন সবজি চাষিরা। খুলনার ডুমুরিয়ায় প্রায় ৬/৭টি গ্রামের কৃষকের প্রধান ফসল নানা জাতের সবজি। এই গ্রামের মধ্যে- গোনালী,টিপনা, ভদ্রদিয়া, বরাতিয়া, শোভনা,বান্দা ও পেরিখালি অন্যতম। এসব এলাকায় এখন ধুন্দল চাষ হচ্ছে। এছাড়াও উপজেলার যেদিকে চোখ যায় সেদিকেই ছড়িয়ে আছে ধুন্দল ক্ষেত। এসব ক্ষেতের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে হলদে ফুল। সবুজ পাতা আর হলদে ফুলের মাঝে জড়িয়ে আছে ধুন্দল।
ধুন্দল চাষ গ্রামবাসীর আত্মকর্মসংস্থানসহ অনেকের বাড়তি আয়ের উপায় হয়ে উঠেছে। এক সময় ঝোপঝাড়ে প্রাকৃতিকভাবে ধুন্দল গাছ গজিয়ে উঠত। আর সেখানে এখন বাণিজ্যিকভাবে ধুন্দলের চাষ হচ্ছে। এতে ডুমুরিয়ার কৃষক পরিবার আর্থিকভাবে লাভবান হচ্ছে। এলাকায় কমেছে বেকারত্ব। খুলনা কৃষি বিভাগ ও চাষিদের সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন গ্রামে বহু বছর ধরেই ধুন্দল চাষ হচ্ছে। আগে কম চাষ হতো। প্রথম বছর ধরে বাণিজ্যিকভাবে ধুন্দল চাষ শুরু করেন এলাকার সবজি চাষিরা। এবারও ধুন্দল চাষ হয়েছে। কম খরচে স্বল্প সময়ে ফলন অধিক হওয়ায় এখন এখানকার প্রায় অধিকাংশ পরিবার ধুন্দল চাষ করছে। সরেজমিন দেখা গেছে, কৃষকরা মাঠের পরিচর্যা করছেন। বিক্রয়ের জন্য ধুন্দল কাটছেন অনেকে। কেউ আগাছা পরিষ্কার করছেন। কেউবা আবার পোকামাকড় দমনের জন্য কীটনাশক দিচ্ছেন। এক মুহূর্ত যেন দম ফেলার সময় নেই চাষিদের। কৃষকরা জানান, বীজ রোপণের ৫০ থেকে ৫৫ দিন পর শুরু হয় ফসল তোলা। প্রায় তিন থেকে সাড়ে তিন মাস ফসল উৎপাদন করা যায়।
আগাম তোলা ফসল ৪০ থেকে ৪৫ টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে। এখন ২৫ থেকে ৩০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতিদিন চাষিরা ধুন্দল নিয়ে হাট-বাজারে যান। সেখানে বিভিন্ন স্থান থেকে আসা পাইকারদের কাছে ধুন্দল বিক্রি করেন। কোনো কোনো পাইকার ক্ষেত থেকেও ফসল নিয়ে যান। এক বিঘা ক্ষেতে প্রায় ৫০ মণ ধুন্দল ফলে। প্রতি বিঘা জমিতে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ এবং ৮০ হাজার থেকে ১ লাখ টাকা আয় হয়। অন্যান্য ফসলের তুলনায় ধুন্দলে রোগবালাইয়ের আক্রমণ কম এবং চাষ লাভজনক হওয়ায় ধুন্দল চাষে কৃষকদের আগ্রহ বেশি।
ফুলগাছ এলাকার ধুন্দল চাষি মোঃ আলম শেখ বলেন, আমি প্রতিনিয়ত সবজি ক্ষেত করে থাকি, বর্তমান অবস্থায় আমার অন্যান্য সবজির পাশাপাশি ধুন্দল ক্ষেতও আছে। আমি জৈব ও সামান্য রাসায়নিক সার প্রয়োগ করি আর নিজে পরিশ্রম করে এ সবজির চাষ করেছি। যা নিজের চাহিদা মিটিয়ে হাটে-বাজারেও বিক্রয় করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছি।
পার্শ্ববর্তী ফারুক সরদার টিপনা গ্রামের কৃষক বলেন, আগে অল্প জমিতে ধুন্দল চাষ করতাম। এখন বাণিজ্যিকভাবে চাষ করি।
কৃষক সাইফুল ইসলাম ও আইয়ুব আলী জানান, গ্রামের বেশির ভাগ মানুষ কৃষিনির্ভর। ধুন্দল চাষ করে কম-বেশি সবাই লাভবান হয়েছেন। ধুন্দলে রোগবালাই কম হয়, তেমন কোনো সমস্যাও নেই। আগাম চাষের প্রথম দিকে পানির কিছুটা সংকট থাকে। স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে সহযোগিতা করা হয়। তাদের পরামর্শ নিয়ে পোকামাকড় দমনের জন্য কীটনাশক ব্যবহার করতে হয়। গত বছরের চেয়ে এবার বেশি জায়গায় ধুন্দল চাষ হয়েছে। ফলনও ভালো হয়েছে। ভালো দাম পাচ্ছি। আশা করছি গত বছরের চেয়ে এবার লাভ বেশি হবে।
ডুমুরিয়া উপজেলার টিপনা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরুনাহার বলেন, অনেক জমিতে ধুন্দল চাষ হয়। বর্তমানে বাণিজ্যিকভাবে ধুন্দল চাষের প্রসার ঘটে এখানে। এখন প্রায়ই সব পরিবারই ধুন্দল চাষের সঙ্গে যুক্ত। চাষিরা জমি ফেলে রাখতেন। এখন সেই জমিতে ধুন্দল চাষ করে লাভবান তারা। জেলার কৃষকদের আয়ের প্রধান উৎস এখন সবজি চাষ বলেও জানান তিনি ।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন ডুমুরিয়া উপজেলার থেকে উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি খুলনা শহর সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের চাহিদা মেটাচ্ছে ধুন্দল তার ভিতরে অন্যতম একটি সবজি। এটা একটি উচ্চমূল্যের ফসল ও পুষ্টিগুণসমৃদ্ধ সবজি, যেটা উৎপাদনের মাধ্যমে কৃষক সহজেই লাভবান হতে পারে ও ভোক্তা নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ সবজি পাই। সেজন্য উপজেলা কৃষি অফিস সর্বদা ধুন্দল চাষের গুরুত্ব গুরুত্ব ও চাষাবাদ সম্পর্কে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews