আ: রহিম গাজী রাঙ্গাবালী ( পটুয়াখালী ) প্রতিনিধি : রাঙ্গাবালী উপজেলায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে রবিবার ২৫ মে উপজেলার মৎস্যজীবী অফিসের সামনে দিন ভর বন ভোজনের আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন। রাঙ্গাবালী উপজেলায় এই প্রথম মৎস্যজীবী দলের বন ভোজন আয়োজন করা হয়। সকাল থেকেই নানান আয়োজনে কাটতে থাকে আনন্দঘন সময়। মধ্যাহ্ন ভোজের পরে।
বিকালে সমাপনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলার মৎস্যজীবী দলের সভাপতি মো: লিটন হাওলাদার সঞ্চালনায় ছিলেন, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো: হিরন বিশ্বাস
প্রধান অতিথি ছিলেন, রাঙ্গাবালী উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি আ: রহমান ফরাজী, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ হাওলাদার।উপজেলা যুব দলের সদস্য সচিব মো: নিয়াজ আকন,
এ ছাড়াও উপস্থিত ছিলেন, শ্রমিক দলের সদস্য সচিব মো: মোস্তাফিজুর রহমান খোকন, স্বেচ্ছা সেবক দলের সভাপতি মো: সাহরিয়া সজীব মল্লিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: সোহানুর রহমান সোহাগ, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ সভাপতি মো: মজিবর খান, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম ও মৎস্য অফিস কর্মকর্তা বৃন্দ গণ।
এ সময় বক্তরা বলেন, বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ বড় দল। বাচাই করে এখানে ত্যাগীদের মূল্যায়ন করে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে।
নির্বাচন বেশি দূরে নয়, প্রস্তুতি নিতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে। তাই কেহ চাদাবাজি সন্ত্রাসী দখলদারি করবেন না। এ রকম যদি শোনা যায়, তাহলে তাকে সাথে সাথে দল থেকে বহিস্কার করা হবে। এটা দলীয় নির্দেশ।
##
আ: রহিম গাজী
রাঙ্গাবালী পটুয়াখালী
মোবাইল ০১৬০৯৬৯৫৪৩৭
Leave a Reply