ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মনির।
বর্তমানে পাবনা জেলার ফরিদপুর উপজেলার বিশিষ্ট ছড়াকার নুরুল ইসলাম বাবুল বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন।
শিশুদের সৃজনশীলতাকে উজ্জীবিত করতে এবং তাদের মননের রং ক্যানভাসে ফুটিয়ে তুলতে ‘প্রতিজ্ঞা, পাবনা’ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ২২ মে, ২০২৫ বেলা ১১ ঘটিকায় পাবনার জনপ্রিয় রেস্টুরেন্ট ‘ক্যাফে পাবনা’য় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও বিশেষজ্ঞ চিকিৎসক মোখলেস মুকুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- গবেষক, চলচ্চিত্রকার ও ছড়াকার দেওয়ান বাদল, শিশুসাহিত্যিক ও কবি নুরুল ইসলাম বাবুল, কবি ও মেডিকেল টেকনোলজিস্ট আশফিকা আঁখি, মো. আতিকুর রহমান, পরিচালক, সৃজন ক্যাডেট স্কুল, পাবনা এবং কবি সাইফুল কামাল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. রুহুল আমিন, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। এছাড়াও উপস্থিত ছিলেন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও প্রতিজ্ঞা পাবনার অর্ধশত সদস্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিজ্ঞা সংগঠনের সভাপতি আসাদুজ্জামান মামুন, সহ-সভাপতি আশিক ইজাজ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এসো মনের রঙে আঁকি” শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি ছিল শিশুদের কল্পনাকে উৎসাহিত করার এক অনন্য প্ল্যাটফর্ম। এ ধরনের উদ্যোগ শিশুদের মননশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যের মাধ্যমে এই নান্দনিক আয়োজনের ইতিবাচক প্রভাব তুলে ধরেন এবং অনুপ্রেরণা দেন। অনুষ্ঠানের সভাপতি বলেন, “এ ধরণের আয়োজনের সাথে সবসময় থেকেছি, থাকব।” আলোচনা শেষে ৯৭ জন প্রতিযোগীকে পেছনে ফেলে রেখে আসা সেরা ১৬ জনের হাতে পুরস্কার হিসেবে চিত্রাংকনের উপকরণ ও মূল্যবান বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীম হোসেন।
Leave a Reply