1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ডায়াগনস্টিক সেন্টার সিল গালা ও উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টে অর্থদণ্ড গোপালগঞ্জে হামলাকারীদের কোনভাবেই ছাড় দেয়া হবেনা গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ নিয়ে ধূম্রজাল, অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ র‌্যাবের অভিযানে ডিমলার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার জলবায়ু অভিবাসিদের সাথে তাদের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধান বিষয়ক একটি কমিউনিটি গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষ: পুলিশের গাড়িতে আগুন, ইউএনওর গাড়ি বহরেও হামলা তাকিয়ে ছিলাম অবৈধভাবে ক্ষমতা দখল করে উল্লাপাড়ায় কলেজ অধ্যক্ষের উপর হামলা ও লাঞ্ছিত করার অভিযোগ বাকেরগঞ্জে দিনদুপুরে ঘরের ভেতর প্রবেশ করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রামজুড়ে উত্তেজনা তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে কালীগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

ঐতিহ্যবাহী এডওয়ার্ড কলেজ পাবনায় নিরাপত্তা জোরদারে আনসার বাহিনীর সাথে চুক্তি স্বাক্ষর

  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৩ বার

 

পাবনা জেলা প্রতিনিধিঃ এস এম মনিরুজ্জামান আকাশ)
পাবনা, ২২ জুন : পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত ক্যাম্পাস নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে পাবনা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার ২২ জুন কলেজ শিক্ষক মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল মিয়া এবং পাবনা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল মিয়া। তিনি তাঁর বক্তব্যে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং আমাদের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সুরক্ষায় আমরা বদ্ধপরিকর। আনসার বাহিনীর সাথে এই চুক্তি আমাদের সেই অঙ্গীকার পূরণে সহায়ক হবে।”
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তর ও চ্যানেল আই এর সাংবাদিক আখতারুজ্জামান আখতার। তিনি তাঁর দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা তার শিক্ষার মান উন্নয়নে সরাসরি প্রভাব ফেলে। পাবনা এডওয়ার্ড কলেজের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করি, এই চুক্তির মাধ্যমে ক্যাম্পাসে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় থাকবে, যা জ্ঞানচর্চার জন্য অপরিহার্য।”
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাবনা জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি চুক্তির বিষয়ে আলোকপাত করে বলেন, “আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের জানমাল রক্ষায় সর্বদা প্রস্তুত। পাবনা এডওয়ার্ড কলেজের নিরাপত্তার দায়িত্ব পেয়ে আমরা গর্বিত। আমাদের ১৫ জন আনসার সদস্য ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করে কলেজের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন।”
এছাড়াও অনুষ্ঠানে সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর লুৎফর রহমান প্রমুখ বক্তব্য দেন।
এই চুক্তি অনুযায়ী, আজ ২২ জুন থেকেই ১৫ জন আনসার সদস্য ২৪ ঘণ্টা কলেজের সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। এই চুক্তির ফলে এখন থেকে নির্দিষ্ট সময়ের পর কলেজ ক্যাম্পাসে কোনো বহিরাগতের প্রবেশাধিকার থাকবে না, যা ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে এডওয়ার্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, আনসার ভিডিপির অন্যান্য কর্মকর্তা, অঙ্গীভূত আনসার সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা ও পরিচালনা করেন প্রফেসর নূরুল আলম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews