কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওড়া খালি বাজারে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার আহমেদ এবং গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা। এসময় আরও উপস্থিত ছিলেন জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল মাস্টার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফজলুল হক ও শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সহকারী আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোতাশেম আজমল সোহেল, জাঙ্গালিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. শারফুদ্দিন মোল্লা সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ষড়যন্ত্রকারীরা যদি মনে করেন বিএনপির নেতাকর্মীরা ঘরে বসে আছে, তারা ভুল করছেন। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বিএনপির নেতাকর্মী ও জিয়ার সৈনিকেরা এখনো মাঠে আছে। আমরা ষোল বছর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এই দেশ থেকে স্বৈরাচার উৎখাত করেছি, প্রয়োজনে রাজাকারকেও উৎখাত করব ইনশাল্লাহ।” সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি সুশৃঙ্খলভাবে শেষ হয়।
Leave a Reply