মনিরুজ্জামান মনির: লেখা: বিদ্যুৎ কুমার রায় বি সি এস ক্যাডার শিক্ষা। পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার প্রিজম স্কুলের প্রধান রাসেল স্যারকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ঘোষণা করা হোক।
১. আমি আজ প্রিজম স্কুলে গিয়েছিলাম। আমার সাথে ছিল আমার ছোট ভাই রাকিব। রাকিব বাশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
২.আমি একটা ক্লাস নিলাম। আমার লেখা দশম শ্রেণির রসায়ন পাঠ্যবই থেকে সামান্য একটা ক্লাস। রাসেল বলল স্যার আপনি তো নবম দশম শ্রেণির রসায়ন পাঠ্যবই এর লেখক। আপনিও ক্লাস নিলেন আমিও রসায়ন এর একটা ক্লাস নেই। রাসেল আমাকে ছাত্রের সারিতে বসালেন। এত সুন্দর করে রাসেল ক্লাস নিলেন যে আমি অভিভুত। আমি ভীষণ অবাক হয়ে গেলাম এত সুন্দর ক্লাস দেখে।
৩. কত শিক্ষককে দেখেছি, কত অফিসারকে দেখেছি, তারা আমার সামনে ক্লাস নিতে ভয় পায়। আমি কয়েকবার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছি। আমার মনে হলো আমার শ্রেষ্ঠ শিক্ষক এর মর্যাদাটা রাসেলকে দিয়ে দেই। ছাত্র ছাত্রীদের জন্য রীতিমতো পরিশ্রম করে রাসেল। আমি আজ প্রিজম স্কুলে যেয়ে ভীষণ খুশি। প্রিজম স্কুলের সকল ছাত্র শিক্ষক এর সাথে ক্লাস রুমে প্রায় ৩ ঘন্টা ক্লাস নিলাম।
৪. ভাঙ্গুড়াবাসী আমার অহংকার। আমার মা রেখা রানী, বাবা হরেন্দ্র নাথ রায় বড় দাদা বিপ্লব কুমার রায়ের কথা ভাঙ্গুড়াবাসী হৃদয় দিয়ে স্মরন করে। এজন্য ভাঙ্গুড়া বাসীর প্রতি আমি কৃতজ্ঞ। টাকার অভাবে গাইড বই কেনার অভাবে ভাঙ্গুড়াবাসীর পড়ালেখা থেমে থাকবে না। এ আমার দৃঢ় অঙ্গিকার। আমি আজও প্রিজম স্কুলে যেয়ে ছাত্র ছাত্রীদের বলে এসেছি গাইড কেনার দরকার হলে আমাকে জানাইও।
ভাঙ্গুড়াবাসী ভালো থাকুক।
Leave a Reply