1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:০১ অপরাহ্ন

মধুমন্তী’র আরাধ্য গীতি

  • আপডেট টাইম : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৬ বার

🌹মধুমন্তী’র আরাধ্য গীতি🌹

এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর,পাবনা।
(সুত্রঃ “মধুমন্তী’ বোস, প্রযত্নেঃ সোমা বোস,
বর্ধমান,পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ-কে উৎসর্গীত)

 

তুমি নির্মল পূত-পবিত্র জীবনের প্রপাতে-
সদা নিবিড় সাধনায় থেকো জীবনে মেতে,
তোমাতে দেখি সমূহ সম্ভাবনায় আশার দ্যূতি-
থেকো সঠিক পথে…জ্বেলে আলোর জ্যোতি!

তোমার গতিপথে আসুক না যতই বিপত্তি বাঁধা-
হবে যে সাফল্যের খুশিতে তুমি কৃষ্ণের রাধা,
তোমার কৃত কর্ম যেনো হয়গো আলোকময়-
তুমি হয়োনা ভূলের দোষরে বন্দি ত্যাজে সময়!

তোমাকে খুঁজবে বনিক করতে ভ্রমন দেশান্তরে-
তোমার সম্ভাবনা তোমাকে তুলবে সুযোগ্য করে,
আপন স্বত্ত্বায় থেকো আবদ্ধ জেনে-বুঝে তুমি-
হবে তুমি কবির কাব্যে নিরেট কাব্যোর্বর ভূমি !

তোমাকে তাকালে ভেসে ওঠে স্বপ্নের আল্পনা-
তুমি বাংলার অপূর্ব সৌন্দর্যে এক লুপ্ত কল্পনা,
তোমার চোখের গভীরতায় মাপা যায় সুখ রাশি-
অনেকেই কাব্য সাধনায় চাইবে হতে প্রতিবেশী!

তুমি তাকালে পাপড়ি রাশি ফুল হয়ে ফুটে ওঠে-
তোমার ধ্যানে অনেক লেখকেরই কবিতা জোটে,
তব কন্ঠে মিলাতে কন্ঠ আশায় বাধে লোকে বুক-
তোমার চাওয়ার বহিঃপ্রকাশে ত্যাগ করে সব সুখ!

যতনে রেখো পরম প্রিয় আপন স্বত্ত্বাকে লালনে-
তব ভালোবাসা মহা মুল্যবান!রেখো তা পালনে,
হয়ো পরম প্রিয় সকলের এই প্রত্যাশা আজ করি-
তোমার ছোঁয়ায় যেনো ধন্য নির্মল নিরেট জীবন গড়ি……

(তারিখঃ ১৩ই এপ্রিল’২০২১ঈশায়ী, রোজঃ মঙ্গলবার,
দুপরঃ ০৩:১০__০৩:৩৫, মনোয়ারা হালিম কাব্য কুঞ্জ, ডাকঃকুয়াবাসী,উপজেলাঃচাটমোহর, জেলাঃপাবনা)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews