কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: আসন্ন ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানমালা সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। তার বক্তব্যে তিনি সরকার নির্ধারিত জুলাই অনুষ্ঠানমালার গুরুত্ব তুলে ধরে বলেন, “জুলাইকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। এর জন্য সরকার নির্ধারিত যেসব অনুষ্ঠান রয়েছে এতে ছাত্র-জনতার সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি যেন আমাদের ঘাড়ে চেপে বসতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।”
এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শরীফুল ইসলাম, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ, উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন এবং উপজেলা খেলাফতে মজলিসের আমীর মাওলানা রুহুল আমিন গাজীপুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার সফল বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস দেন এবং এর তাৎপর্য জনগণের কাছে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, সরকার ছাত্র-জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থান দিবসগুলো দেশব্যাপী পালনের জন্য ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বিভিন্ন সভা, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
মোঃ ওমর আলী মোল্যা
মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩
কালীগঞ্জ গাজীপুর।
Leave a Reply