মীর হোসেন মোল্লাঃ রাজধানীর মিরপুর এলাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন- পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন চাঁদাবাজদের পক্ষে কেউ তদবির করতে এলে তাকেও গ্রেপ্তার করা হবে।
ক্ষুব্ধ ভঙ্গিতে লেখা ওই পোস্টে তিনি বলেন, “মিরপুর এলাকায় চাঁদাবাজদের ব্যাপারে যে নেতা তদবির করতে আসবেন তাকে সহ অ্যারেস্ট করবো। সাবধান হয়ে যান, না হলে হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেওয়া হবে।
তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টটিতে এখন পর্যন্ত প্রায় ৪ হাজারের বেশি রিয়েকশন, ৬০০-র বেশি শেয়ার এবং অসংখ্য মন্তব্য এসেছে। অনেকেই এডিসি জাকারিয়ার এমন সাহসী অবস্থানের প্রশংসা করছেন।
উল্লেখ্য, মিরপুর এলাকায় দীর্ঘদিন ধরেই চাঁদাবাজি, অবৈধ দখল ও প্রভাব খাটিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এসব অপরাধে রাজনৈতিক ছত্রছায়া ও প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততা রয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় এমন উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে। এখন দেখার বিষয়—এই হুঁশিয়ারি বাস্তবে কতটা কার্যকর হয়।
Leave a Reply