__হাস্যরস__
এস এম মনিরুজ্জামান আকাশ
একদা মুক্ত বায়ু সেবনে-
চলেছি হেঁটে বন্ধু মোরা দু’জনে,
হাতে রেখে হাত-
নেই কোন উৎপাত
আপন গল্প বলে চলেছি মোরা…
দেখি সামনে আসে ষোড়শী চার কন্যা-
বক্ষ যুগলে তাকিয়ে দেখি রুপের বন্যা,
পাগল প্রায় হয়ে-
মুখে হাসি যায় বয়ে
থামাতে পারিনা সে হাসি আত্মহারা!
ষোড়শী কন্যাগনের চক্ষু যুগলে-
যেন মায়া প্রেমের আগুন জ্বলে,
ভাবতে পারিনি একা-
পাবো কি ফের দেখা
হৃদয়ের কোণে যাবো তাদের ছবি এঁকে!
আসে হাসি অন্য মনে;অন্য ধ্যানে-
পাবো কি তাদের সহচর্য প্রেম জ্ঞানে,
যেন এ বক্ষ পিন্জরে-
পাবো যে একান্ত করে
হৃদয়ের সপ্তবাকে যায় প্রেম একে-বেঁকে…
আমাদের হাসাহাসির মাঝ পথে এসে-
হানুফা চক্ষু মোরিয়ালে গেলাম বসে,
লিখতে হাস্যরসের কথা-
হাসতে হাসতে নাড়ী ব্যথা
যে হাসির কথা কভুও ভূলবোনা আমরা!
(তারিখ:২২শে এপ্রিল২০০৫ঈশায়ী,বিকেল-৬:০০_৬:১০,
হানুফা মেমোরিয়াল চক্ষু হাসপাতাল,চাটমোহর,পাবনা)
Leave a Reply