1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় পারিবারিক কলহের জেরে ১ যুবক খুন : আটক ৪ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন জলবায়ু অভিবাসিদের সাথে তাদের সমস্য চিহ্নিতকরণ এবং সমাধান বিষয়ক একটি কমিউনিটি পরামর্শ সভা বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ময়মনসিংহে মা সহ দুই শিশু কে গলা কেটে হত্যা কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিনকে শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান গোপালগঞ্জে শিক্ষক আড্ডায় ব্যস্ত, ক্লাস ফাঁকা এসএসসি পরীক্ষায় শূন্য ফল ডিমলার ইউপি চেয়ারম্যান ও শ্রমিক লীগ নেতা মনি গ্রেপ্তার গোপালগঞ্জে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ডুমুরিয়ায় টিপনা ড্রেনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে তলিয়েছে ঘর বাড়ি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৪৩ বার

শেখ মাহতাব হোসেন: খুলনার ডুমুরিয়া টিপনা নতুন রাস্তা বাজারে ড্রেনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে তলিয়েছে ঘর বাড়ি। এ দিকে বিল শিংগার খালে আগা মাথা অবৈধভাবে ১০ হাতের মধ্যে ‌নেট দিয়ে মাছ ধরছে চারো পাটা দিয়ে খাল বিলে থাকা ছোট ছোট মাছ মেরে বাজারে বিক্রি করছে।
খালে বিলে অবৈধ ভাবে নেট পাটা দেওয়ায় কারণে লীজ ঘেরে তলিয়ে মাছ ভেসে গেছে।
টানা ২ দিনের বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে খুলনার ডুমুরিয়ার নিম্নাঞ্চলের মানুষ। মাঝারি থেকে ভারী বৃষ্টির কারণে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষদের যেমন দুর্ভোগে পড়তে হচ্ছে।
তেমনি এ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ঘর-বাড়ি পানিতে তলিয়ে যাচ্ছে। টানা এ বর্ষণে স্থবির হয়ে পড়েছে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের মানুষ। এতে করে গো খাদ্যের অভাব দেখা দিয়েছে। রাতদিন অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে খাল বিলে অসাধু ব্যাক্তিরা অবৈধভাবে নেট পাটা দিয়ে জলাবদ্ধতা করার কারণে পানি দ্রুত সরে যেতে না পারায় অনেকটাই পানি বন্দী হয়ে পড়েছে।
রাতের বৃষ্টিতে ডুবে গেছে ডুমুরিয়া বাজার, মানুষের ঘরবাড়িসহ ১৪ইউনিয়ানের লীজ ঘের সবজির ক্ষেত ও রাস্তাঘাটসহ বাড়ির নিচতলা। ঘরের ভিতরে প্রবেশ করেছে নোংরা পানি। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
রবিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত লাগাতার বৃষ্টিতে এ অবস্থা সৃষ্টি হয়েছে। পানি নদীতে নামার খালগুলো দখল করে ভরাট করাসহ ধীরগতিতে ড্রেন নির্মাণ এ অবস্থার অন্যতম কারণ, বলছেন অভিজ্ঞ মহল। অবিলম্বে এসব ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনায় রেকর্ড ১৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৩০ মিলিমিটার।
খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন, টিপনা দুনিয়া, গোনালী বামুন্দিয়ার বিল, ডোমরার বিল, চেচোড়িয়ার বিল, বিল শিংগা‌, চহেড়াবিল, বিল খুকশির বিল, বিল‌ তলিয়া, ডোমড়ার‌বিল, বিল ডাকাতিয়া,সহ দক্ষিণ পশ্চিম এলাকায় শত শত বিল ও নিচু এলাকার অধিকাংশ আবাসিকের বাড়িতে পানি প্রবেশ করেছে। নীচ তলা নিমজ্জিত। সকল রাস্তায় পানি। খুলনায় রাস্তায় পানির কারণে মানুষ বাজারে যেতে পারেননি। কোনটি রাস্তা আর কোনটি ড্রেন চেনার উপায় নেই। অধিকাংশ রাস্তা পানির নিচে। ফলে চলতে পারছে না ভ্যান ইজিবাইকও। চরম ভোগান্তিতে পড়েছে খুলনাসহ ডুমুরিয়া১৪টি ইউনিয়ন বাসী।
উল্লেখ্য সোমবার সকাল ১১টায় ডুমুরিয়া বাজারে অর্ধ শতাধিক দোকানদার দোকান বন্ধ রেখে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের অফিসে যেয়ে আবেদন নিবেদন করার পর উপজেলা নির্বাহী অফিসার চেয়ারম্যান ও প্রসাশনিক কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম কে তদন্ত করে ড্রেন সচল করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews