চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ছুফুয়া রাস্তার মাথা আলামিন পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে ইসলামিয়া ট্রাক হোটেলে অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায়ী আবদুল কুদ্দুস সহ ৪জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মৃত এরশাদ উল্যাহর ছেলে আব্দুল কুদ্দুস (৪৩),মো. ইয়াসিন (৫০),মো. কামাল উদ্দিন (৪৫),মো. মীর হোসেন (৪০)। উদ্ধারকৃত মালামাল: ইয়াবা ট্যাবলেট – ৪৬০ পিস, গাঁজা – ৪ কেজি ৫০০ গ্রাম, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন – ০৪ টি,
বাটম মোবাইল ফোন – ০১ টি, নগদ ৮৮৫৪০/- টাকা।
Leave a Reply