কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জ উপজেলার দুপুরিয়া বিশ্বরোড এলাকায় অবস্থিত রংধনু চটপটি হাউস-এর আড়ালে দীর্ঘদিন ধরে নেশার আসর ও অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, নামসর্বস্ব চটপটি, ফুচকা, চা-কফির দোকানের আড়ালে রাতের অন্ধকারে বিভিন্ন মাদকদ্রব্যের লেনদেন ও সেবন চলত। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি জনমনে চাঞ্চল্য সৃষ্টি করে।
বিষয়টি প্রকাশ্যে আসার পর রবিবার সকালে দোকান কর্তৃপক্ষ নিজেদের সাইনবোর্ড দ্রুত সরিয়ে ফেলে। তবে এলাকাবাসীর অভিযোগ, সাইনবোর্ড নামিয়ে ফেলা হলেও মূলত চক্রটি এখনও সক্রিয় রয়েছে।
এক স্থানীয় বাসিন্দা জানান, “আমরা বারবার অভিযোগ করেছি। প্রশাসনকে জানিয়েছি। এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন যখন নিউজ হয়েছে, তখন লোকলজ্জার ভয়ে সাইনবোর্ড নামিয়ে ফেলেছে। কিন্তু আসল কাজ বন্ধ হয়নি।”
এলাকাবাসীর দাবি, চটপটি হাউসের আড়ালে গড়ে ওঠা এই নেশার আসর চিরতরে বন্ধ করতে প্রশাসনের কঠোর নজরদারি ও সাঁড়াশি অভিযান প্রয়োজন।
Leave a Reply