মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে কারারক্ষী, হাজতি ও কয়েদীদের অংশগ্রহণে আয়োজিত ১৬ দলের বিনোদনমূলক প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় হাজির ছিলেন শ্রীমঙ্গল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়। কারাগারের অভ্যন্তরে তার উপস্থিতির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে। অনেকেই নানা মন্তব্যসহ ছবিটি শেয়ার করেন।
এ প্রীতি ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। কারা অভ্যন্তরে বন্দিদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, শরীরচর্চা ও বিনোদনের লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply