বিলাল উদ্দিন/ সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের উমাগড় গ্রামের নিখিল দাসের ছেলে ও মাইক্রোবাস চালক শুভঙ্কর দাস (২৭), বীরদল কচুপাড়া গ্রামের ফরিদ আহমদের ছেলে ক্যারিকাভ চালক বাবুল আহমদ (২৮) এবং চটিগ্রাম গ্রামের বাবুল মিয়ার ছেলে পিকআপ চালক ফাহাদ মিয়া (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে তিনজন মিলে ধর্ষণ করে। পরে ভিকটিমের পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালায়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।”
এ ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
Leave a Reply