রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ী জেলা বালিয়াকান্দি উপজেলায় গাড়াকোলা গ্রাম নিবাসী মানববন্ধন করলেন।রাজবাড়ী জেলা প্রেসক্লাব থেকে শিল্পকলা সামনে দিয়ে কোট চত্বর হয়ে রেলির মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ে পুলিশ সুপার কার্যালয় স্মারকলিপি প্রধান। গাড়াকোলা গ্রাম নিবাসী ওবায়দুর রহমান কে বিষ পান ও গলা কেটে হত্যার চেষ্টাকারী মুসা,হারুন, আসমানী,ভানু ও বাবু কে ফাঁসির বিচারের দাবিতে মানববন্ধন করেন গ্রামবাসী। তাদের মুখের বলি, এই শত্রুর সাজা হিসেবে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই অপ্রীতিকর ঘটনা ঘটেছে যা খুবই ঘৃণিতকরণ ঘটনা আমরা সকলে সঠিক বিচার চায়।
মঙ্গলবার (১জুলাই)সকালে ১১.৩০ মিনিট সময় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রধান করে শেষ করেন।
Leave a Reply