কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে ১৬ জুলাই বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক ব্যতিক্রমধর্মী আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন পুরো কালীগঞ্জ জুড়েই নেমে আসে এক নিস্তব্ধ শোকাবহ পরিবেশ। শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে ভারাক্রান্ত হয়ে পড়ে সবার হৃদয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, “এই শহীদরা শুধু আন্দোলনের অংশ ছিলেন না, তারা ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী প্রতীক।” বক্তারা আরও বলেন, “আমরা যেন কখনো ভুলে না যাই তাদের সেই বীরত্বগাঁথা। তাদের রক্তের প্রতিটি বিন্দু যেন আমাদের অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠার প্রেরণা জোগায়।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকাবাসী। সবাই একমত পোষণ করেন যে, বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন অব্যাহত রাখা উচিত।
আলোচনার এক পর্যায়ে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেই সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতও পরিচালনা করা হয়।
এই আলোচনা সভা শুধু স্মরণ নয়, বরং কালীগঞ্জবাসীর কাছে একটি শপথ— অন্যায়ের বিরুদ্ধে সদা জাগ্রত থাকার অঙ্গীকার।
Leave a Reply