বারো আওলিয়ার দেশে
এস এম মনিরুজ্জামান আকাশ
এ পবিত্র বাংলা স্বদেশ আমার-
এ যেন প্রিয় পবিত্র দান মওলা’র,
এখানে আছে অনেক আওলিয়ার মাজার-
এ যেন সত্যিই অপার নিয়ামত খোদা’র…
হযরত শাহ জালাল(রঃ); বায়েজিদ বোস্তামী(রঃ)-
গাজীকালু; পাঁচ পীর সকলেই খোদার ওলী জানি
শাহ মখদুম;শাহ পরাণ;খান জাহান আলী (রঃ)-
হুজুরেরা ওফাতেও অমর দ্বীনে কামেল ওলী !
হযরত গরীব শাহ; শাহ আলী বাবা-
আওলিয়া প্রভূর প্রিয় বান্দাহ মারহাবা,
আরো আছে অনেক পীর-ওলী এদেশে-
আছেন তারা পিয়ারা বান্দার দিলে মিশে !
বাংলাদেশে আছে আজ ধর্ম স্বাধীনতা-
এ যেন নেক দান বিশ্ব প্রভূর শ্রেষ্ঠত্বে উদারতা,
সুখ-শান্তির অমর পরশে আবৃত রেখো এদেশ-
হে আল্লাহ তুমি এদেশে রেখো নির্মল পরিবেশ……
(রচনাকালঃ ১২ই জুলাই ২০০৬ইং, বুধবার,
সকাল-১০:৩৬_১০:৪৬,আঃ খালেক-এর দোকান,
সিংহ দীঘির পাড়,গাজীপুর)
Leave a Reply