গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় ২০২৫-২৬ অর্থ বছরের খসড়া বাজেট প্রণয়ন নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০জুন) পৌরসভার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌরসভার সম্মানিত প্রশাসক জনাব তনিমা আফ্রাদ। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট নগর সমন্বয় কমিটির সদস্যরাও স্থানীয় গন মাধ্যম কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
বাজেট প্রণয়ন সভায় পৌর এলাকার উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, পানি ও স্যানিটেশন, কর আদায় বৃদ্ধি, নাগরিক সেবা সহজীকরণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। নগরবাসীর অংশগ্রহণ ও মতামত গ্রহণের মাধ্যমে চূড়ান্ত বাজেট প্রণয়নের প্রতিশ্রুতি দেন পৌর প্রশাসক।
সভায় বক্তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেট বাস্তবায়নের উপর জোর দেন। একই সঙ্গে নাগরিকদের কর প্রদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে পৌর প্রশাসক ও কর্মকর্তারা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
Leave a Reply