1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আলোচিত এসি গোলাম রুহানী সাময়িক বরখাস্ত গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট: ভুগছে ৫০ শয্যার হাসপাতাল মিডফোর্ডের ঘটনার প্রতিবাদে ও বিচার দাবীতে সৈয়দপুর ও জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা হচ্ছে কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ময়মসিংহে র‌্যাব-১৪ কর্তৃক অভিযানে মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ০১ বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে শায়খে চরমোনাই প্রার্থী — দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আশাবাদী ভোটাররা চাঁদাবাজদের পক্ষে তদবিরকারীরা গ্রেপ্তার হবেন: হুঁশিয়ারি এডিসির ছেলের পরকীয়া ঠেকাতে বিমানে বোমা থাকার ভুয়া তথ্য দেন মা: র‍্যাব মহাপরিচালক ময়মনসিংহে মৃত্তিকার বিভাগীয় কার্যালয় ও গবেষণাগার উদ্বোধন করেন মহাপরিচালক

মাদক সম্রাট সালাউদ্দিন গ্রেপ্তার

  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৬৯ বার

স্টাফ রিপোর্টার::
সালাহ উদ্দিন। পরিচয় দেন বিএনপির প্রভাবশালী ওয়ার্ড সেক্রেটারী, কখনো সাংবাদিক, কখনো এসপির ঘনিষ্ঠ লোক। কুমিল্লার চৌদ্দগ্রামে সন্ধান মিলেছে এমনই এক বহুরূপী লোকের। এই সালাহ উদ্দিন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। মাদকের সাথে জড়িত থেকে বিএনপির সেক্রেটারি পরিচয় দেওয়ায় বিব্রত স্থানীয় বিএনপি নেতা কর্মীরা।
থানা সূত্রে জানা যায়, সালা উদ্দিনের নামে রয়েছে ৪ টি মাদক মামলাসহ ৫ মামলা। ৪ মাদক মামলার মধ্যে ২০১১ সালে ঢাকার সূত্রাপুর থানায়, ২০২৩ সালে কুমিল্লা সদর দক্ষিণ থানায় দুইটি, একই বছর চৌদ্দগ্রাম থানায় আরেকটি ও ২০২৪ এর ২১ অক্টোবরে সেনাবাহিনীর হাতে মাদকসহ আটকের ঘটনায় চৌদ্দগ্রাম থানায় ১টি মামলা রয়েছে।২০২২ সালে চৌদ্দগ্রাম থানায় রয়েছে আরেকটি মারামারির মামলা।
স্থানীয়রা বলছেন, ‘আঙ্গুল ফুলে কলা গাছ’ হওয়া প্রবাদ বাক্যের মতো হঠাৎই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হাইওয়ে হোটেলের মালিক হয়ে যান সালাহ উদ্দিন। আগষ্ট বিপ্লবের পর একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন এলাকায়। স্থানীয় বিএনপি নেতাদের সাথে গড়ে তোলেন সখ্যতা। নেতাদের সাথে তোলা ছবি প্রচারে প্রভাব বিস্তারে যোগ করেছে নতুন মাত্রা। সালিশ দরবারে সদলবলে হাজির হয়ে নিজের মত চাপিয়ে দেয়া, কিংবা অর্থ চুক্তিতে অন্যায়কে ন্যায়ে পরিণত করায় হয়ে উঠেছেন পারদর্শী। চাঁদার দাবীতে মারধর, এলাকা ছাড়া করার হুমকি দেন অন্যদের। বৈঠকে থানা পুলিশের সামনেই প্রতিপক্ষকে হুমকি দেন বিএনপির উপজেলা যুগ্ম আহ্বাবায়ক এক নেতার নাম করে।
সালাহ উদ্দিনের অত্যাচার ও প্রভাবে যখন স্থানীয়রা অতিষ্ট, আতঙ্কিত তখন থানা পুলিশের রেকর্ড ভয় বাড়িয়েছে আরো বেশি। বেরিয়ে এসেছে মাদকের গডফাদারের কথা। আগষ্ট বিপ্লবের পর গত বছরে ২১ অক্টোবর মাদকের চালানসহ আটক হয় সেনাবাহিনীর হাতে। জামিনে বের হয়ে আসার পর ভাগিয়ে নেন ঘোলপাশা ইউনিনের ২নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারীর পদ। তারপর হয়ে ওঠেন আরো বেপরোয়া।
নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিলান ভিজিটিং কার্ড, দাবী করেন মোটা অংকের চাঁদা। সর্বশেষ সালাহ উদ্দিনের জম জম হোটেলের দক্ষিণ পাশের আরেক ট্রাক হোটেলের মালিক সালমা আক্তারের কাছে চাঁদা দাবী ও মারধরের কারণে সালাহ উদ্দিনকে অভিযুক্ত করে ১০ দিনের ব্যবধানে পৃথক ৩ টি অভিযোগ দায়ের করেন থানায়। ভুক্তভোগী সালমা আক্তার বলছেন, চাঁদার দাবীতে তাকে কুপিয়ে জখম করা হয়েছে। সালাহ উদ্দিন ও তার সহযোগীদের অত্যাচারে বন্ধ তার হোটেল। মারধর করে তাড়িয়ে দেয়া হয় হোটেল কর্মচারীদের। অন্যের সাথে যোগসাজশের মাধ্যমে সালমার বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগও সালাহ উদ্দিনের বিরুদ্ধে।
এসব বিষয়ে জানতে চাইলে সালাহ উদ্দিন বলেন, ‘সালমা আক্তারের ঘটনাটি মিথ্যা। মাদক নিয়ে আমাকে সেনাবাহিনী ধরেছে, তাতে আপনার সমস্যা কি? এমন প্রশ্ন করেই কল কেটে দেন।


এ বিষয়ে ঘোলপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রিয়াজ উদ্দিন মেম্বার বলেন, ‘২নং ওয়ার্ডে প্রস্তাবিত কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে সালাহ উদ্দিনের নাম রয়েছে। পূর্ণাঙ্গ কমিটি এখনো অনুমোদন দেয়া হয়নি। সম্প্রতি সেনাবাহিনীর হাতে মাদকসহ আটক হওয়া ও ৪ মাদক মামলার আসামী কীভাবে কমিটিতে স্থান পেল জানতে চাইলে তিনি বলেন, ‘মাদক মামলার আসামী কি না জানিনা। তবে আপনার কাছ থেকে শুনলাম।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews