*সোহানুর রহমান সোহান, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর (পুঠিয়া-দুর্গাপুর) ৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোঃ গোলাম মোস্তফা ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার বিকেলে দুর্গাপুর জিয়া চত্বর থেকে উপজেলা মোড় পর্যন্ত গণসংযোগ শেষে তিনি দুর্গাপুর বাজারে এক সভায় অংশ নেন।
সভায় মোস্তফা বলেন, “আমি দুর্গাপুরের সাধারণ মানুষের পাশে থাকতে চাই। বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করব। পুঠিয়া-দুর্গাপুরের উন্নয়নে নির্ভীকভাবে কাজ করব।”
সভা পরিচালনা করেন:
মোঃ মাইনুল হক, সাবেক সাধারণ সম্পাদক পৌর ছাত্রদল, বর্তমান সভাপতি, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটি।
সভাপতিত্ব করেন:
আব্দুল মজিদ, যুবদল নেতা।
বিশেষ অতিথি:
মোঃ সোহেল রানা সহিদ, সদস্য জেলা যুবদল।
*উপস্থিত ছিলেন:*
আল-আমিন রিমন (আহ্বায়ক, পৌর ছাত্রদল),
সাইদুল রহমান (সাবেক সভাপতি, ছাত্রদল),
যুবদল নেতা জাহাঙ্গীর, বাবু, খাইরুল, শরিফু, রিপন, এনামুল, সবুজ, রহিদ, রহমতসহ স্থানীয় নেতৃবৃন্দ
Leave a Reply