1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ রণক্ষেত্র: এনসিপি’র সমাবেশ ঘিরে সহিংসতায় নিহত ৪, আহত শতাধিক চৌদ্দগ্রামে ডায়াগনস্টিক সেন্টার সিল গালা ও উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টে অর্থদণ্ড গোপালগঞ্জে হামলাকারীদের কোনভাবেই ছাড় দেয়া হবেনা গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ নিয়ে ধূম্রজাল, অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ র‌্যাবের অভিযানে ডিমলার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার জলবায়ু অভিবাসিদের সাথে তাদের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধান বিষয়ক একটি কমিউনিটি গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষ: পুলিশের গাড়িতে আগুন, ইউএনওর গাড়ি বহরেও হামলা তাকিয়ে ছিলাম অবৈধভাবে ক্ষমতা দখল করে উল্লাপাড়ায় কলেজ অধ্যক্ষের উপর হামলা ও লাঞ্ছিত করার অভিযোগ বাকেরগঞ্জে দিনদুপুরে ঘরের ভেতর প্রবেশ করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রামজুড়ে উত্তেজনা

মারাইংতং পাহাড়ে বৌদ্ধ মন্দিরের ভান্তে উঃ উইচারা’র বিরোদ্ধ সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৭৪ বার

মোঃ শফিকুল ইসলাম/ বান্দরবান জেলা প্রতিনিধি  : বান্দরবানের মারাইংতং পাহাড়ে বৌদ্ধ মূর্তি ভাংচুরের ঘটনায় আমাকে জড়ানো হচ্ছে, এ ঘটনায় আমি সম্পৃক্ত নই। ভান্তে ধর্মীয় অনূভূতিকে কাজে লাগিয়ে লামার মুরুং জুমিয়াদের জুমচাষের জায়গা কেড়ে নিতে এই প্রপাগান্ডা ও ঘটনা তৈরী করছে। এ ছাড়াও মারাইংতং বৌদ্ধ মন্দিরের ভান্তে উঃ উইচারা ভান্তের বিরোদ্ধে লুটপাট, টাকা ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে লামা উপজেলার ২৮৫ নং সাঙ্গু মৌজার হেডম্যান চংপাত ম্রো।

২৩ মে রোজ শুক্রবার বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় লামা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে চংপাত ম্রো বলেন, আমি চংপাত স্রো, লামা উপজেলার ২৮৫নং সাংগু মৌজার হেডম্যান হই। গত বৃহস্প্রতিবার দৈনিক নতুন বাংলাদেশ ও আলীকদম প্রেস ক্লাব নামে একটি অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিতে পারিলাম গত ২১/০৫/২০২৫ইং রোজ বুধবার সাড়ে ৩ ঘটিকায় আমার নেতৃত্বে মারাইংতং পাহাড়ে বিরোধীয় জায়গায় অ-সম্পূর্ণ নির্মাণাধীন এক বুদ্ধ মূর্তি ভাংচুর করা হয়।

সংবাদে উল্লেখ্য রয়েছে যে, উল্লেখিত মারাইতং পাহাড়ে ধম্ম জাদী ও বৌদ্ধ বিহারটি আলীকদম উপজেলা দাবি করা হয়েছে। কিন্তু উক্ত জায়গাটি লামা উপজেলা ২৮৫নং সাংগু মৌজায় অবস্থিত। ১৯৯২ সালে ভরিমুখ বিহারে বিহার অধ্যক্ষ উঃ উইচারা ভান্তে আবেদনের প্রেক্ষিতে মেরাইতং পাহাড়ে বুদ্ধ প্রতিবিম্ব, ভাবনা কেন্দ্র ও জাদী নিমাণের জন্য মিরিঞ্জা পাহাড় বৌদ্ধ ধর্মীয় ধম্ম জাদী ও বিহারে নামে সাংগু মৌজা হতে ৫.০০ একর জায়গা দান করেন আমার প্রয়াত দাদু।

উক্ত জায়গায় ২৮৫নং সাংগু মৌজায় ম্রো সম্প্রদায়ের দীর্ঘ বছরের দখলীয় জুমভূমি। ম্রোদের উচ্ছেদ করে সেখানে ব্যবসায়িক উদ্দেশ্যে রিসোর্ট তৈরি জন্য ভরিমুখ বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ উঃ উইচারা ভান্তে বেশ কয়েকবার আমার হতে ৩০% চাঁদা দাবি করে। আমি দিতে অপারগ জানালে ভান্তে নেতৃত্বে কতিপয় আলীকদম প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে আমার মৌজায় অনুপ্রবেশ করে সন্ত্রাসী কায়দায় গত ০৪/০৪/২০২৫ইং রোজ শুক্রবার আমার এবং আমার মৌজাবাসীর নির্মিত ৩টি জুমঘর ভাংচুর করার পর ৫০০০ পাইয়া বাঁশ, ৬০০টি ঠুনি, ১শত পাকা পিলার, ৮০ ফুট তক্ত, ১৫০টি বিম, ১টি ৩ গুড়া সাবমারসিবল পাম্প, ১৫০০ লিটার ক্যাপাসিটির ২টি পানির ট্যাংক, ২ কয়েল সার্ভিস তার, ৮কিলো ক্যাপাসিটির জেনারেটর, ২০০০ ফুট পানির পাইপ, ২০০০ ফুট পল্লী বিদ্যুৎ তার, ২সেট সৌর বিদ্যুৎ, ৩৫ বাইন টিন, ৫০ বস্তা সিমেন্ট এবং বিবিধ মালামালসহ ২১ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। একই সময়ে হামলাকারীরা আমার কেয়াটেকার হতে ১ লক্ষ ২ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এই বিষয়ে আমি লামা থানায় লিখিতভাবে অভিযোগ করিলে ঘটনার পরের দিন ০৫/০৪/২০২৫ইং লামা থানা ও আলীকদম থানা অফিসার ইনচার্জ সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে আমাকে আইনি সহায়তা ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে লামা সাংগু মৌজায় বর্তমান বিরোধকৃত জায়গায় কোন বুদ্ধ মূর্তি ছিলো না। বরংচ আমার ও আমার পাড়াবাসী নির্মিত জুমঘরে ভাংচুরে অংশশেষ দেখতে পাওয়া যায়।

এখানে উল্লেখ্য যে, গত ২৯/০৪/২০২৫ইং তারিখ রোজ সোমবার আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট লামা, বান্দরবান আদালতে বাদী হয়ে ফৌজদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারা বিধান মোতাবেক বিবাদী উঃ উইচারা গণদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। আদালত নালিশি জায়গা বিষয়ে সহকারী কমিশনার ভূমি’কে তদন্ত ও অফিসার ইনচার্জ লামা’কে নালিশি জায়গা শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দেন। তাহা অমান্য করে উক্ত জায়গায় জবর দখল করার জন্য রাতে আধারে কাউকে না জানিয়ে বিবাদীরা একটি টেবিল সাদৃশ্য নতুন একটি পাকা স্থাপনা করেন।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে গত ০৫/০৫/২০২৫ইং তারিখে রোজ সোমবার লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন ও অফিসার ইনচার্জ এবং বান্দরবান জেলা পরিষদ সদস্য খামলাই স্রো, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান থোয়াইনুঅং চৌধুরীসহ স্থানীয় সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিগণ সরজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ উঃ উইচারা ভান্তেকে মারাইতং ধম্ম জাদী প্রতিষ্ঠানের নামে বিরোধপূর্ণ অংশে মৌজা সীমানা চিহ্নিত করার আগ পর্যন্ত উভয় পক্ষকে নতুন করে কোন কর্মকান্ড না করার নির্দেশ প্রদান করেন। সেই সাথে বন্দোবডিকৃত কোন প্রমানাদি থাকলে ভান্তেগং’কে স্ব-শরীরে অফিসে এসেই দেখানো জন্য বলেন। তদন্তকালে সেদিন উপস্থিত সকলে বিরোধীয় জায়গায় দক্ষিণ দিকে আনুমানিক ৪ফুট বাই ৬ ফুট সাইজে মাটি থেকে প্রায় ৪ ফুট উচু টেবিল সাদৃশ্য নতুন একটি পাকা স্থাপনা দেখতে পায়।

পরবর্তীতে উইচারা ভান্তে, মংকানু হেডম্যান ও অংহ্লাচিং হেডম্যান মুখিকভাবে বান্দরবান জেলার জাতীয়তাবাদী দলে আহবায়ক সাবেক সংসদ সদস্য জনাব সাচিংপ্রু জেরী মহোদয়ের নিকট একটি নালিশের আকারে সমাধান পথ খুঁজে বের করতে উপস্থাপন করিলে ০৮/০৫/২০২৫ ইং তারিখে ফোনে মাধ্যমে আমাকে জানানো পর আমি আমার মৌজাবাসীকে সঙ্গে নিয়ে ওনার বাসভবনে ০৯/০৫/২০২৫ইং তারিখে বৈঠকে উপস্থিত হয়। উক্ত বৈঠকে ভান্তেগং এর অপরাধী হিসেবে গণ্য হয়, আমার নির্মিত জুমঘর ভাংচুর ও লুটপাতে ক্ষতিপূরণ ২১লক্ষ টাকা ফেরত প্রদানে আলোচনা হয় এবং মারাইতং ধম্ম জাদী পরিচালনা নতুন কমিটি গঠন করা হয়। ধর্মীয় ভিক্ষু হয়ে বিভিন্ন সময় ধর্মীয় পরিপন্থী কাজ পরিলক্ষিত হওয়ায় উইচারা ভান্তেকে উক্ত কমিটি হতে বাদ দিয়ে থোয়াইনুঅং চৌধরী’কে আহবায়ক ও খামলাই স্রো’কে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। উক্ত বৈঠকে থোয়াইনুঅং চৌধুরী ও খামলাই স্রো উপস্থিত ছিলেন। বৈঠকে ক্ষতি পূরণ ফেরত না দেওয়ার উপায় হিসেবে এবং মারাইতং জাদী পরিচালনা কমিটি হতে উইচারা ভান্তেকে বাদ দেওয়ায় তরিগরি করে অসম্পূর্ণ বুদ্ধ মূর্তিটি অন্যত্র জায়গায় নিমার্ণ করিয়া ঘটনার দিন উক্ত জায়গায় বসানো হয়। পরবর্তীতে নির্মাণাধীন অসম্পূর্ণ বুদ্ধ মূর্তিটি নিজেরা ভাংচুর করিয়াছে মর্মে প্রতিয়মান হয়ে তদন্ত সাপেক্ষে সত্য ঘটনাটি উদঘাটন করার জন্য প্রশাসন ও সাংবাদিক মহলের কাছে জোর দাবী জানাচ্ছি। উক্ত বিরোধীয় জায়গায় কোন সময় বুদ্ধ মূর্তি ছিলো না। যাহার প্রমাণ সরূপ আমার কাছে ছবি ও ভিডিও চিত্র আছে।

বিষয়টি নিয়ে উভয়ে বিরোধ নিষ্পত্তি জন্য বান্দরবান জেলা পরিষদের সদস্য জনাব খামলাই স্রো নেতৃত্বে জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় একটি তদন্ত কমিটি গঠন করে ২১/০৫/২০২৫ইং রোজ বুধবার সরজমিনে বিরোধীয় জায়গা তদন্ত জন্য প্রেরণ করেন। তখন লামা সাবেক উপজেলা চেয়ারম্যান ও ৩০৫নং গজালিয়া মৌজা হেডম্যান জনাব থোয়াইনুঅং চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে বিরোধীয় জায়গায় অসম্পূর্ণ একটি বুদ্ধ মূর্তি দেখতে পান। তদন্ত কমিটি উভয় পক্ষে বক্তব্য শোনে বিকালে লামা চলে আসেন। তাদের সঙ্গে সকাল ১০টা থেকে বিকাল ৪টায় পর্যন্ত তদন্ত কমিটি সহিত আমি ছিলাম। বিকাল আনুমানিক সাড়ে ৩ঘটিকায় তদন্ত কমিটি নেতা জনাব খামলাই স্রো মুখ থেকে জানতে পারি মেরাইতং পাহাড়ে প্রশাসনে নিষেধাজ্ঞা জায়গায় অসম্পূর্ণ বুদ্ধ মূর্তি কে বা কাহারা ভাংচুর করে। অত্যন্ত দুঃখের বিষয় যে, উইচারা ভান্তে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রনিনিধিদের কে আমার বিরুদ্ধে মনগড়া তথ্য দিয়ে ভান্তে নিজের হীন উদ্দেশ্য হাসিল করার পায়তারা করছে। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, মানহানি ও আইনগতভাবে ঝামেলা ফেলা ষরযন্ত্র করায় উক্ত সংবাদে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। একই সাথে সরকারি বিভিন্ন এজেদি, সংবাদ প্রতিনিধি ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের সরজমিনে প্রকাশ বা গোপনে তদন্ত করে উক্ত সত্য ঘটনা উন্মোচন করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

যেহেতু আমি একজন ২৮৫নং সাংগু মৌজার হেডম্যান হিসেবে উক্ত মৌজায় সরকারি সম্পদ, পাহাড়ে বন রক্ষাসহ মৌজাবাসীর সুখ-দুঃখের দেখা-শোনা করার সরকারে আইন অনুসাওে আমার অর্পিত দায়িত্ব, তাই বহিরাগত আলীকদম থেকে এসেই অবৈধভাবে পর্যটন ও রিসোর্ট করার জন্য জায়গা জবর দখল করা ও তাদের বাঁধা দেওয়ায় আমার উপর ক্ষিপ্ত হয়ে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে আমার আর্থিক, সামাজিক ও ভূমি দস্যুদের অপরাধ, অপকর্ম ধামাচাপা দেওয়ার জন্য আলীকদমে সাংবাদিকদের ব্যবহার করেছে। আমি উক্ত ঘটনার সাথে কোন রকমে জড়িত নেই এবং ছিলাম না।

সাঙ্গু মৌজার হেডম্যান চংপাত ম্রো পরিশেষে সরকারের প্রতি ন্যায় বিচার স্বার্থে সঠিক সত্য ঘটনা উদঘাটন পূর্বক ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সুস্থ বিচার দাবি করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews