কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে ঘোলপাশা মোস্তফা মার্কেটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোলপাশা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করেছেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুন্নবী পাটোয়ারী।
অফিস, আসবাবপত্র ও উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছেন, দুবাই’র বিশিষ্ট ব্যবসায়ী ও ঘোলপাশার কৃতি সন্তান বিএনপি কর্মী রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মিলাদ শেষে আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির আহবায়ক রিয়াজ উদ্দিন মেম্বারের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুন্নবী পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কনকাপৈত ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নয়ন,পৌরসভা মৎস্যজীবীদলের আহবায়ক মাসুদ রানা সুজন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সফিকুর রহমান, এক নং ওযার্ড বিএনপির সভাপতি আলি আকবর, সাধারণ সম্পাদক সুমন,দুই নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছালে আহাম্মদ,চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলি হোসেন ডালিম,সাধারণ সম্পাদক সামছুল হক, পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল লতিফ,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক
সহিদ মিয়া, সাত নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার,সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ,আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি আহছান উল্লা, সাধারণ সম্পাদক বাবুল মিয়া,নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির আহমেদ,সাধারণ সম্পাদক ওমর আলী, ইউনিয়ন মৎস্যজীবিদলের সভাপতি মাসুদ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply