জাইবুর রহমান/রাজশাহী:– প্রায় দেড় শত বিঘা জমির বেশিরভাগ অংশেই পুকুর খনন করা হয়েছে। গত মঙ্গলবার রাজশাহীর দুর্গাপুর উপজেলার উজান খলসী এলাকায়। রাজশাহীর দুর্গাপুর উপজেলার একটি ফসলের মাঠে গত বছর বোরো ধান কাটার পরে অবৈধভাবে প্রায় দেড় শত বিঘার পুকুর খনন শুরু হয়েছিল আওয়ামী লীগ। প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা ‘আওয়ামী লীগের লোক’ হিসেবে পরিচিত হওয়ায় গত ৫ আগস্ট সরকার পতনের পর তারা আর পুকুরের কাছে আসতে পারেননি। তারপরেও পুকুর কাটার কাজ থামেনি। তাদের অ-সমাপ্ত পুকুর কাটার দায়িত্ব নিয়েছেন অন্য এক বিএনপির নেতা, তিনি এলাকায় ‘বিএনপির লোক’ হিসেবে পরিচিত।
নিয়ম অনুযায়ী ভূমির শ্রেণি পরিবর্তন না করে কোনো ফসলি জমিতে পুকুর খনন করা বে-আইনি।
তারপরও দীর্ঘদিন ধরে দুর্গাপুর উপজেলাসহ আশপাশের এলাকায় অবাধে কৃষিজমিতে পুকুর খনন করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ গত বছর সংসদ সদস্য হওয়ার পর দুর্গাপুরের উজান খলসী মৌজায় এই পুকুরের প্রকল্প হাতে নিয়েছিলেন। কিন্তু আনুষ্ঠানিক কাগজপত্র ছিল তাহেরপুর পৌর এলাকার বাসিন্দা কার্তিক সাহার নামে। গত ২৪ এপ্রিল এই প্রকল্প বুঝে নিয়েছেন একই এলাকার বিএনপি সমর্থক হিসেবে পরিচিত বেলাল হোসেন নামের এক ব্যক্তি। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে আবুল কালাম আজাদ বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, আবুল কালাম আজাদ যখন গত সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য নির্বাচিত হলেন, তারপর তিনি এলাকায় নির্বিচার পুকুর খনন শুরু করেন। তখন তার নাম “ভেকু কালাম” নামে পরিচিতি পায়। দুর্গাপুরের উজান খলসী মৌজায় তিনি দেড় শত বিঘার পুকুর খননের প্রকল্প হাতে নেন। কাগজপত্রে এই প্রকল্পের মালিক দেখানো হয়েছিল কার্তিক সাহাকে। বর্তমানে দায়িত্বে থাকা বেলালের সম্পর্কে জানতে চাইলে এই বিএনপি নেতা বলেন:-
বেলাল আমাদের দলের ছেলে।
Leave a Reply