মানসিক শান্তি
লেখা: আশফিকা আঁখি
মানসিক শান্তি না থাকলে
ক্যারিয়ার, টাকা পয়সা, পরিবার আত্মীয় স্বজন থেকেও লাভ হয় না। কখনো কখনো নিজের অর্জন, উপার্জনই নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মানুষ খুব কম সময়ই মানুষের মনের খোঁজ নেয়। মানুষের ধন সম্পদ যখন অন্যের চোখে ধরা পরে তখন তা নিজেরই ক্ষতি ডেকে আনে। অনেকটা ” আপনা মাংসে হরিণা বৈরি” প্রবাদটির মতো।
সংসার জীবনে পুরুষ মা আর স্ত্রীর মধ্যে ব্যালেন্স করে চলতে গিয়ে হিমশিম খায়। কখনো কখনো অসহায় হয়ে দেখে সবকিছুই। নিজের মাকে না বলতে পারে কিছু, না স্ত্রীকে। Oedipus complexity থেকে বের হতে পারে না কেউই। ভুক্তভোগী শুধু পুরুষটিই হয় না। হয় পরিবারের সকলেই। এমনকি মা হারায় সন্তানকে, স্ত্রী হারায় স্বামীকে। আসলে সকলেই নিজের চাহিদা, ইচ্ছেকেই প্রাধান্য দেয়। আত্মত্যাগ করতে পারাটা জরুরি। কিন্তু সবসময় একজনই তা করতে পারে না। পরিবারের সকলকেই করতে হয়।
পরিবার সবচেয়ে বড় আশ্রয়স্থল মানুষের। একজন মানুষ হাজারো কষ্ট মেনে নেয় পরিবারের সকলের জন্য। কিন্তু কখনো কখনো পরিবার ও আত্মীয় স্বজনই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিতে বাধ্য করে মানুষকে।
কেউ হয়তো ধর্মীয় অনুশাসনের কারনে আত্মহত্যা করে না। কিন্তু কেউ কেউ সবকিছুর কাছেই পরাজয় স্বীকার করে নেয়।
~: আশফিকা আঁখি :~
Leave a Reply