কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেল চাপায় ৭৩ বছরের বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার বেলা ১২ টার দিকে সদকী ইউনিয়নের বাটিকামারা মজিদ চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হয়েছেন সদকী ইউনিয়নের বাটিকামারা গ্রামের মৃত আফসার শেখের ছেলে আলাউদ্দিন শেখ (৭৩)।
নিহতের ভাতিজা হারুন জানান, তার চাচা আলাউদ্দিন শেখ বাড়ির সম্মুখে রাস্তার পাশে বসে থাকা অবস্থায় পার্শ্ববর্তী দড়িমালিয়াট গ্রামের জানকে শেখের ছেলে জুয়েল বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে চাপা দেয়। পরবর্তীতে স্থানীয়রা তার চাচাকে মারাত্মক আহত অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। এবং সেখানে চিকিৎসারত অবস্থায় আলাউদ্দিন শেখ মারা যান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল চাপায় একজন বৃদ্ধ মারা গেছেন। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply