পেশাজীবী প্রেম
এস এম মনিরুজ্জামান আকাশ
তোমাকে কতটা অনুভব করি; করতাম-
তুমি কি বুঝতে চেয়েছো তা আঁখি পাতে,
হয়তো আনন্দ অনুভবে তা বোঝনি-
তাই হেরেছি; ফিরেছি বার বার খালি হাতে!
আপন বলে জানতাম ওগো তুমি যে আমার-
কেনো বোঝনি পরিলক্ষ্যে তা ভেবে,
আজ পরাজয় টুকু প্রাপ্য সীমা রেখায়-
পারিনি বলতে প্রেমের কথা সাহসের অভাবে!
অনুমান করে বসেছিলাম ভালো-
যদি পাই তোমার মন ভুল করে,
হায়রে নিয়তির দগ্ধতা বার বার করেছে হীন-
আসেনি কভুও ভুল করে দিয়েছে ঠেলে দুরে !
আমি বিভিন্ন পেশায় করি বিচরণ-
পারিনি পেশা’র স্বাদ ধরে রাখতে,
তাইতো আজ পরিশ্রান্ত রুগ্ন ক্লান্ত-
প্রেম আভায় পারিনি ভুল করে আঁকতে…
তুমি বোঝ বা নাইবা বোঝ দুঃখ নেই-
যাবো বলে; গেঁথে রাখবো প্রেমের ধারা,
হাজার ‘বসন্তে’র প্রিয় সাথী ওগো তুমি-
আমি পেশাজীবী প্রেমে হয়ে গেলাম মাতোয়ারা…
(রচনাকালঃ ৪ঠা মে’২০০৭ঈশায়ী, রাতঃ ১১:২৩_১১:৩১,
(কিচেন রুম)মনোয়ারা হালিম কাব্য কুঞ্জ, কুয়াবাসী, চাটমোহর, পাবনা)
Leave a Reply