1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ছাত্রদলের বিক্ষোভ মিছিল রাঙ্গাবালীর চরগংগা আবাসন প্রকল্প ছাউনির টিন রড উধাও দাড়িয়ে আছে খুটি তিন আসামির মধ্যে একজনের ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত ১৯ জুলাই বাংলাদেশ জামাতে ইসলামীর মহাসমাবেশ আলোচিত এসি গোলাম রুহানী সাময়িক বরখাস্ত গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট: ভুগছে ৫০ শয্যার হাসপাতাল মিডফোর্ডের ঘটনার প্রতিবাদে ও বিচার দাবীতে সৈয়দপুর ও জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা হচ্ছে কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ময়মসিংহে র‌্যাব-১৪ কর্তৃক অভিযানে মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ০১

রাজনীতির নামে ক্ষমতার ব্যবহার!

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার

মীর হোসেন মোল্লাঃ প্রাচীন ভারতীয় রাজনৈতিক ইতিহাস থেকে আধুনিক পর্যন্ত রাজনীতির যে চর্চা তা পর্যালোচনা করলে দেখা যাবে ভৌগোলিক আকারে উপমহাদেশের রাজনীতি অন্যান্য মহাদেশ থেকে ভিন্ন। এখানে যতটা না রাজনৈতিক চর্চা হয় তার থেকে বেশি চর্চা হয় রাজনীতির নামে ক্ষমতার ব্যবহার। ভারত উপমহাদেশের রাজনৈতিক বিশ্লেষণ করলে দেখা যায় প্রাচীন থেকে এই পর্যন্ত যারা বা যে গোষ্ঠী ক্ষমতায় এসেছে তারা ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছে। কিন্তু কোনো গোষ্ঠীই ক্ষমতা চিরস্থায়ী করতে পারেনি। বরং তারা অপদস্ত ও অপমানিত হয়েছে।

রাজনৈতিক ক্ষমতা বলতে বোঝায় একটা নীতি নির্ধারণের ক্ষমতা। শক্তির প্রভাব। এই শক্তির প্রভাবে যখনই প্রজা বা সাধারণ জনগণের ওপর মাত্রাতিরিক্ত হয়েছে, তখনই জাতি তাদের শক্তিকে খর্ব করে আসন থেকে নামিয়েছে। আমি মনে করি ‘মানুষের আচরণকে প্রভাবিত করার দক্ষতাই ক্ষমতা।’

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জাল-জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে’ সংসদ সদস্য নির্বাচনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে- দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) বুধবার কমিশনের এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর ওই নির্বাচনে জিতে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ একাই পায় ২৫৭টি আসন। সেবার জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে নির্বাচনে অংশ নেওয়া বিএনপি ও সমমনা দলগুলো পায় মাত্র সাতটি আসন। অধিকাংশ ভোট নির্বাচনের একদিন আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে- বিরোধীদের ভাষায় সে নির্বাচনের নাম হয় ‘নিশি রাতের নির্বাচন’। দুদক কর্মকর্তারা বলছেন, ওই নির্বাচনে বিভিন্ন অনিয়ম, যেমন ‘দিনের ভোট আগের রাতে’ করা, ব্যালট জালিয়াতি, কিছু কিছু কেন্দ্রে ৯০ শতাংশের বেশি কাউন্ট দেখানো, ব্যাপক আর্থিক লেনদেন, ক্ষমতার অপব্যবহার করে প্রার্থীকে জেতানো ইত্যাদি নানা অভিযোগ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং দুদকেও কিছু অভিযোগ জমা হয়েছে। এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ এসব অভিযোগ অনুসন্ধানের জন্য ৫ সদস্যের একটি দল গঠন করেছে দুদক। অভিযোগ বিষয়ে বিভিন্ন ভিডিও, দেশি-বিদেশি সংবাদমাধ্যমে প্রচারিত সংবাদ এবং নির্বাচনের ফলাফল পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করবে বলে আক্তার হোসেন জানান।
২০০৮ সালের নির্বাচনে বিপুল ভোটে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। সে অনুযায়ী দলীয় সরকারের অধীনেই পরের তিনটি নির্বাচন হয়। পরের ঘটনা সবারই জানা। ১৯৫২, ১৯৫৪, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭০ ও ১৯৭১ এই ঘটনা প্রবাহের মাধ্যমে ‘৭১-র দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের ফলে ১৬ ডিসেম্বরে একটি স্বাধীন বাংলাদেশ জন্ম হয়। অথচ নতুন দেশ হিসেবে পাকিস্তানের উচিত ছিল দেশ গঠন বৈষম্য দূর এবং একসঙ্গে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া। সেটা না করে তারা রাজনৈতিক মত ব্যবহার করে এবং নিজেদের শেষ পরিণতি ডেকে আনে। ফলে, পাকিস্তান স্বৈরাচারদেরও পতন হয়। সম্প্রতি মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে দীর্ঘ ১৫-১৬ বছর ধীরে ধীরে স্বৈরাচারের দিকে হাঁটে। প্রতিটা সেক্টরে সেক্টরে দুর্নীতি আর অসাধু কাজ শুরু হয়। মানুষের বাকস্বাধীনতার সাধারণ মানুষের জুলুম এবং বিরোধী দলগুলোর ওপর মিথ্যা মামলা দিয়ে হাজারো নেতাকর্মীদের গোম ও হত্যা করে। নিত্যপ্রয়োজনীয় জিনিস উচ্চাহারে বাড়তে থাকলে সাধারণ মানুষের ক্ষোভ সরকারের প্রতি অনীহা আসে। ছোট্ট একটা কোটা আন্দোলন থেকে ধীরে ধীরে গণ-অভু্যত্থান রূপ নেয়। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হয়। এভাবে স্বৈরাচারদের যুগ পতন হয়ে আসছে।
প্রাচীন থেকে আধুনিক পর্যন্ত যারা স্বৈরাচারী মনোভাব নিয়ে সরকার বা দেশ পরিচালনা করত তাদের প্রত্যেকেরই পতন হয়েছে। কিছু কর্মফলের ভোগ পৃথিবীতেই করতে হয়। যারা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে সাধারণ মানুষের ওপর জুলুম করেছে তাদের প্রত্যেকেরই পতন হয়েছে। এটা শুধু ভারত পৃথিবীর ইতিহাসে এমন ঘটেছে। এটা রাষ্ট্র পরিচালনার জন্য বড় একটি শিক্ষা। দীর্ঘ ইতিহাসের পর আমরা পেলাম নতুন স্বাধীন বাংলাদেশ। আগামীদিন আমরা অতীতের চিত্র আর দেখতে চাইনা- এমনটাই আশা করে এদেশের জনগন। লেখকঃ মোঃ মীর হোসেন মোল্লা/ সাংবাদিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews