বাছেদ হোসাইনঃ অগণতান্ত্রিক এ সরকার যে শুধু সাংবাদিক বৈরী-তাই নয়, তারা গণমাধ্যম ও সাংবাদিকতার ঘোর শত্রুও বটে। এক্ষেত্রে এ সরকার আর সময় একের পর এক ঘৃণ্য দৃষ্টান্ত রেখে চলছে। বোধহীন সরকারের অথর্ব প্রশাসনের ধারাবাহিক ব্যর্থতায় একের পর এক সর্বনাশ ঘটছে। সর্বনাশ ঘটতে দেওয়া হয়েছে খোদ সচিবালয়েও।
মানচিত্রের ৫৫ হাজার বর্গমাইল দূরের কথা, মাত্র ছয় একর আয়তনের সচিবালয় সুরক্ষার সক্ষমতাও নেই এই অন্তর্বর্তী সরকারের। আগুনে পুড়িয়ে সব শেষ করা হয়েছে, এখন সে ঘটনার সুষ্ঠ তদন্তেও চরম অনীহা আছে বুঝি? তা না হলে পুরো বিষয়টি সাংবাদিকদের থেকে আড়াল করতে চাওয়ার মানে টা কি?
অতি বোদ্ধার দল সবার আগে সাংবাদিকদের নিষিদ্ধ করেছে সচিবালয়ে। এ লক্ষ্যে সকল এ্যাক্রিডিটেশন কার্ড বাতিল ঘোষণা করেছে। সচিবালয়ে সাংবাদিকরা কি রাতে ঘুরে বেড়ান? কারা সেখানে রাত বিরাতে অবাধ যাতায়াত করেন? সে সব বিশ্লেষণ করলে তো আবাল উপদেষ্টারা, ঊর্ধ্বতন আমলা আর প্রশাসনের পরিচয়ই উঠে আসে। তাদের যাতায়াত রহিত করে তদন্ত করাটাই তো বেশি জরুরি ছিল।
কোনো যুক্তিতেই তো সাংবাদিকদের বিষয় আসার কথা নয়, তবু তাদের এ্যাক্রিডিটেশন কার্ড বাতিল ঘোষণার কারণ কি? এতোই এগিয়েছেন যেহেতু, এবার আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় গোটা বিশেক সাংবাদিককে আসামি বানিয়ে দিলেই তো ভালো হয়। আর কেউ আগুনের রহস্য অনুসন্ধান দূরের বিষয়, সচিবালয়ের দিকে চোখ তুলেও তাকাবে না! রাষ্ট্রীয় গোয়েন্দারা কি করছে ? তারা যদি কোন খবর রাখতে না পারে তাহলে তাদের চাকুরিতে কি লাভ? শুধু শুধু রাষ্ট্রীয় অর্থ অপচয়। লেখকঃ বাছেদ হোসাইন/ সাংবাদিক।
Leave a Reply