কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুয়ারিয়াখোলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজন যুবককে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তনিমা আফ্রাদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, মোঃ নয়ন (২০), পিতা মফিজউদ্দিন, চুয়ারিয়াখোলা, কালীগঞ্জ, গাজীপুর-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা লঙ্ঘনের দায়ে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলাটি নিষ্পত্তি করা হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রাসেল, এসআই, কালীগঞ্জ থানা।
উল্লেখ্য, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
Leave a Reply