ছাব্বির হোসেন বাপ্পি: পবিত্র ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলা সুলতানপুর ইউনিয়নে ভিজিএফ (ভালনারবেল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় ১১৭৭ অতি দরিদ্র ও অসহায় পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (২জুন)ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যকর্ম অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং রাজবাড়ী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই সহায়তা প্রদান করা হয়। চাল বিতরণ কার্যকর্ম উপস্থিত ছিলেন সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান সচিব, জহির উদ্দীন ইউনিয়ন প্রশাসন, সদস্য সালাম ৩ ওয়ার্ডের, জাতীয়তাবাদী বিএনপি সুলতানপুর ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, আমিরুল, মুক্তিযোদ্ধা কুদ্দুস সাবেক সদস্য, আবু মোল্লা,। এছাড়া গ্রাম পুলিশ সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন। চাল গ্রহণ করতে আসার সুবিধাভগীরা জানান, ঈদের আগে সহায়তা তাদের অনেক উপকারে আসবে। সরকারি এই সহায়তার জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা জানান,তালিকা অনুযায়ী সুষ্ঠু স্বচ্ছভাবে চাল বিতরণ করা হয়েছে এবং কোন অনিয়ম যেন না ঘটে সে বিষয়ে বিশেষ নজর রাখা হয়েছে।
Leave a Reply