তৌহিদুল ইসলাম শামিম: দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার নেশাজাতীয় ভারতীয় কুপিজেসিক ইঞ্জেকশন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে হিলি সীমান্তের সিপি ও মংলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হিলি সিপি ক্যাম্প ও মংলা ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযান চালান। রাত ২টার দিকে হিলি জিরো পয়েন্ট থেকে প্রায় ৫০ গজ ভেতরে ৪নং পোস্ট এলাকায় একজন চোরাকারবারিকে ধাওয়া করলে সে একটি বস্তা পানিতে ফেলে পালিয়ে যায়। উদ্ধার হওয়া বস্তায় ছোট পলিথিনে মোড়ানো ২ হাজার ৯৪০ পিচ ভারতীয় কুপিজেসিক ইঞ্জেকশন পাওয়া যায়।
একই রাতে মংলা সীমান্ত এলাকা দিয়েও একই কায়দায় মাদক পাচারের চেষ্টা হয়। তবে বিজিবির অভিযানে আরও ১ হাজার ৪৭৫ পিচ ইঞ্জেকশন জব্দ করা হয়। মোট ৪ হাজার ৪১৫ পিচ ইঞ্জেকশনের সিজার মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৯১ হাজার ৫৫০ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিজিবি ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি জনগণকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা এবং চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বদা কাজ করছে বিজিবি। সীমান্তে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
Leave a Reply